দেখে
নিন আজকের রাশিফল!
মেষ
[২১ মার্চ-২০ এপ্রিল]: সেন্ট্রাল
নার্ভাস সিস্টেমে সমস্যা দেখা দেবে। এ জন্য হাতের আঙুলগুলো অসাড় হয়ে আসবে। শুভ সংখ্যাঃ ০। শুভ রংঃ
হলুদ।
বৃষ
[২১ এপ্রিল-২০ মে]: কোন
গান কখন গাইতে হয় না জানলে পরে রাস্তায় গণপিটুনি খেতে পারেন, জ্বি হ্যাঁ, নির্বাচন
নিয়ে সেই বিশেষ গানটার কথাই বলছি। শুভ
সংখ্যাঃ ২০০। শুভ রংঃ সাদা।
মিথুন
[২১ মে-২০ জুন]:
চুলোয় চা বসিয়ে টিভির সামনে বসে
ভুলে যাবেন আজ। শুভ
সংখ্যাঃ ১০০। শুভ রংঃ গাঢ় বাদামি।
কর্কট [২১
জুন-২০ জুলাই]: ছুটির
দিন কিছু ব্যক্তি এসে বেহুদা জ্ঞান দিয়ে আপনার মুডটা পানসে করে দেবে। শুভ সংখ্যাঃ ১৯। শুভ রংঃ ধূসর।
সিংহ [২১ জুলাই-২০ আগস্ট]: সিংহ রাশির জাতক/জাতিকা রা আজ 'রেডমিট' খেলে নিদারুণ সমস্যায় ভুগবেন। শুভ সংখ্যাঃ ৫৫। শুভ রংঃ সবুজ।
কন্যা [২২ আগস্ট-২২ সেপ্টেম্বর]: অসাবধানে আজ আপনার ইয়ারফোনের তারে পেঁচিয়ে টেবিলে থাকা মুখ খোলা পানির বোতল পড়ে গুরুত্বপূর্ণ কাগজপত্র ভিজিয়ে দেবে। শুভ সংখ্যাঃ ১১। শুভ রংঃ সাদা।
তুলা [২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর]: প্রিয় রেস্তোরাঁয় আজ জায়গা না পেয়ে মেজাজ হারাবেন। শুভ সংখ্যাঃ ৩। শুভ রংঃ কমলা।
বৃশ্চিক [২৩ অক্টোবর-২১ নভেম্বর]: আজ শুক্রবার বাসায় মাংস রান্না না হওয়ায় রাগে গজগজ করে খেতে খেতে গলায় কাঁটা বিঁধে পরে আক্ষেপ করবেন। শুভ সংখ্যাঃ ৮৮। শুভ রংঃ নীল।
ধনু [২২ নভেম্বর- ২০ ডিসেম্বর]: আলুর দাম কমে গেছে, সিঙ্গারার দাম কমেনি। আন্দোলন করবেন নাকি? শুভ সংখ্যাঃ ৭৭। শুভ রংঃ নীল।
মকর [২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি]: আপনি একটা পিঁপড়া পর্যন্ত মারেননা, অথচ লোকের হক মেরে খাচ্ছেন। এসব ছেড়ে হক বেকারির বিস্কুট খান। শুভ সংখ্যাঃ ৯। শুভ রংঃ পীত রং।
কুম্ভ [২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি]: পীত রং শব্দটার উৎপত্তি জেনেছিলেন? আজ একটু বিকেল/সন্ধ্যায় আড্ডার মাঝে এই তথ্য নিয়ে একটু 'ফ্লেক্স' করে নিন। শুভ সংখ্যাঃ ৪২০। শুভ রংঃ আজকেও পীত রং।
মীন [১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ]: চা গরম খান না ঠান্ডা? ঘুমানোর আগে ঠান্ডা লাল চা খেয়ে দেখতে পারেন মাঝারি লিকারের। সুন্দর একটা ঘুম হবে। শুভ সংখ্যাঃ ১৯। শুভ রংঃ কচুপাতার রং।