ছবিঃ সংগৃহীত।
মিডল্যান্ড ব্যাংক পিএলসি. -এর শাখা ও উপ-শাখা, ইসলামী ব্যাংকিং, এজেন্ট ব্যাংকিং, রিটেইল সেলস, ইনস্টিটিউশনাল ব্যাংকিং, এসএমই, এনআরবি, কার্ড এবং ট্রেজারি বিভাগের- এর বার্ষিক ব্যবসা সম্মেলন ২০২৫, গুলশানে অবস্থিত হোটেল আমারী ঢাকা এর বল রুমে জানুয়ারী ২৪, ২০২৫ ইং তারিখে অনুষ্ঠিত হয়।
ব্যাংকের আর্ন্তজাতিক ও এনঅরবি বিভাগের প্রধান খন্দকার তৌফিক হেসেন সম্মেলনে এনঅরবি বিভাগের বিভিন্ন তথ্য উপাত্ত উপস্থাপন করেন। ব্যবসা সম্মেলনে ব্যাংকের ইনস্টিটিউশনাল ব্যাংকিং ইউনিট, এসএমই, এনআরবি এবং ট্রেজারি বিভাগের ২০২৪ সালের অর্জিত ব্যবসা মুল্যায়ন করা হয় এবং ২০২৫ সালের জন্য বার্ষিক লক্ষ্যমাত্রা নির্ধারণ এবং তা অর্জনের উপর পর্যালোচনা করা হয়।
ব্যাংকের রিটেইল ডিস্ট্রিবিউশন-এর প্রধান মোঃ রাশেদ আক্তার, এরিয়া হেডবৃন্দ, ক্লাস্টার হেডবৃন্দ, শাখা ও উপ-শাখা ম্যানেজারবৃন্দ, এজেন্ট ব্যাংকিং ডিভিশন, কার্ড ডিভিশন, রিটেল সেলস ডিভিশন, ব্রাঞ্চ এসএমই, ইসলামী ব্যাংকিং উইন্ডো-এর প্রধানবৃন্দ বিভিন্ন তথ্য উপাত্ত উপস্থাপন করেন। সভায় ব্যাংকের রিটেল ডিস্ট্রিবিউশন-এর ২০২৪ সালের অর্জিত ব্যবসা মুল্যায়ন করা হয় এবং ২০২৫ সালের জন্য বার্ষিক লক্ষ্যমাত্রা নির্ধারণ এবং তা অর্জনের উপর পর্যালোচনা করা হয়।
মাননীয় ব্যবস্থাপনা পরিচালক নিয়ন্ত্রক সংন্থা কর্তৃক প্রদত্ত নির্দেশিকাসমুহ মেনে চলা, সম্পদের গুনগতমান বজায় রাখা, নন-পানফরমিং লোন আদায় নিশ্চিত করা এবং শেয়ারহোল্ডারবৃন্দের বিনিয়াগের রির্টান ডেলিভারি করা সহ সকলকে ব্যাংকিং সেবা প্রদানে দক্ষতা ও উৎকর্ষতা নিশ্চিত করার এবং গ্রাহকদের আর্থিক লক্ষ্য পূরণে সহায়তা করার আহবান জানান।
বার্ষিক ব্যবসা সম্মেলন ২০২৫-এ বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য বিজয়ীদের মাঝে ক্রেস্ট ও সার্টিফিকেট বিতরণ করা হয়। অনুষ্ঠনটি সঞ্চালনা করেন ব্যাংকের ব্যাংকের জনসংযোগ বিভাগের প্রধান মোঃ রাশেদুল আনোয়ার।
সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর
যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220
ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।
© 2025 Sangbad Sarabela All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh