ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড (ডেসকো) এর ২০২৩-২৪ অর্থ বছরের ২৮তম বার্ষিক সাধারণ সভা গতকাল শনিবার, সকাল ১০:০০ ঘটিকায় Digital Platform এ অনুষ্ঠিত হয়।
ডেসকো বোর্ডের চেয়ারম্যান মুহাম্মদ রফিকুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বোর্ডের পরিচালকবৃন্দ, ডেসকো'র ব্যবস্থাপনা পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম আহমেদ, এনডিসি, পিএসসি (অব:), নির্বাহী পরিচালকবৃন্দ এবং শেয়ারহোল্ডারবৃন্দ ভার্চুয়াল প্ল্যাটফর্মের মাধ্যমে এ সভায় অংশগ্রহণ করেন।
সভায় শেয়ারহোল্ডারদের জন্য কোন লভ্যাংশ ঘোষণা করা হয়নি। ডেসকো'র চেয়ারম্যান ডেসকো'র উপর আস্থা রেখে বিনিয়োগ করার জন্য শেয়ারহোল্ডারদের ধন্যবাদ জানিয়ে বলেন, আগামী বছরগুলোতেও ডেসকো তার সাফল্য ধরে রাখার চেষ্টা অব্যাহত রাখবে।