দেখে নিন আজকের রাশিফল!
মেষ
[২১ মার্চ-২০ এপ্রিল]: গুজবে
কান দিয়ে পঁচা শামুকে পা কাঁটবেন না। শুভ
সংখ্যাঃ ১০০। শুভ রংঃ লাল।
বৃষ
[২১ এপ্রিল-২০ মে]: পানিশূণ্যতায়
ভুগবেন আজ। শুভ
সংখ্যাঃ ১৫। শুভ রংঃ লাল।
মিথুন
[২১ মে-২০ জুন]:
অর্থপ্রাপ্তির সংবাদ পাবেন। তবে
অর্থ নাও মিলতে পারে। শুভ
সংখ্যাঃ ০। শুভ রংঃ
সবুজ।
কর্কট [২১
জুন-২০ জুলাই]: কোথায়
কবে কাকে উত্তপ্ত হয়ে গালমন্দ করেছিলেন তার কাছে ক্ষমা চেয়ে নিন আজ। শুভ সংখ্যাঃ ৩৩। শুভ রংঃ কালো।
সিংহ
[২১ জুলাই-২০ আগস্ট]: স্বজন
হারানোর বেদনা একদম কর্মব্যস্ত একটা দিনের মাঝখানে এসে মাথায় চেপে বসবে। শুভ সংখ্যাঃ ৪৪। শুভ রংঃ সাদা।
কন্যা
[২২ আগস্ট-২২ সেপ্টেম্বর]: দীর্ঘদিন
ফেলে রাখা কিছু টাকা খুঁজে পাবেন আজ। শুভ
সংখ্যাঃ ৫০০০। শুভ রংঃ ম্যাজেন্টা।
তুলা
[২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর]: দৃঢ়তাহীনতার
অভাবে কিছু অসভ্যলোক আপনার ঘাড়ে চেপে বসবে। শুভ
সংখ্যাঃ ৪১। শুভ রংঃ গোলাপি।
বৃশ্চিক
[২৩ অক্টোবর-২১ নভেম্বর]: বিদায়ঘন্টা
বেজে গেলে সেটা মেনে নিয়ে স্থানত্যাগ করুন। অযথা ঝামেলা বাড়াবেন না। শুভ সংখ্যাঃ ৭। শুভ রংঃ
মেরুন।
ধনু
[২২ নভেম্বর- ২০ ডিসেম্বর]: আপনার
জন্য অন্যান্য মানুষের যেসব কাজ আটকে আছে, সেসব জটিলতা কাটান। এবং ব্যর্থতা স্বীকার
করে নিয়ে পদ থেকে অব্যহতি নিন। শুভ সংখ্যাঃ
৯৯। শুভ রংঃ কালো।
মকর
[২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি]: মিথ্যা
অপবাদের দায় নিজের ঘাড়ে চাপিয়ে ঘুরতে হবে কিছুদিন। সত্য বেরিয়ে আসার অপেক্ষা করুন।
শুভ সংখ্যাঃ ১২। শুভ রংঃ লাল।
কুম্ভ
[২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি]: যেখানে
সাদা কে সাদা আর কালো কে কালো বললে সমস্যা হয় সেখানে টিকতে চাইলে নিজেকে কালার ব্লাইন্ড
হিসেবে প্রতিষ্ঠা করুন। শুভ সংখ্যাঃ
১০১। শুভ রংঃ সাদা।
মীন
[১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ]:
কি ধরণের কাজ করছেন যাতে সবাই অসন্তুষ্ট হচ্ছে? এই 'সবাই' এর সংখ্যা আপনার কাজের বিচার
করার জন্য অপ্রতুল কিনা ভেবে দেখুন। শুভ
সংখ্যাঃ ৫০। শুভ রংঃ লাল।