দেখে নিন আজকের রাশিফল!
মেষ [২১ মার্চ-২০ এপ্রিল]: না জেনে বুঝে অতি উৎসাহে নিজের দক্ষতার বাইরের কাজ করতে গিয়ে উলটো গালমন্দ শুনবেন। শুভ সংখ্যাঃ ৮। শুভ রংঃ সাদা।
বৃষ [২১ এপ্রিল-২০ মে]: আপনার অজান্তেই আচরণে যে ঔদ্ধত্য প্রকাশ পায় সেটা বোঝার চেষ্টা করে নিজের মধ্যে পরিবর্তন না আনলে একবার বলুন আর বারবার বলুন লাভ হবে না। শুভ সংখ্যাঃ ০। শুভ রংঃ সাদা।
মিথুন [২১ মে-২০ জুন]: বিয়ের দাওয়াতে গিয়ে দূরসম্পর্কের আত্মীয়দের কাছ থেকে বিব্রতকর প্রশ্নের সম্মুখীন হবেন। শুভ সংখ্যাঃ ১। শুভ রংঃ নীল।
কর্কট [২১ জুন-২০ জুলাই]: যেভাবে আছেন সেভাবেই থাকতে চাইলে একটু 'ইঞ্জিন' মেরামত করে নিন। শুভ সংখ্যাঃ ৫৬। শুভ রংঃ খয়েরি।
সিংহ [২১ জুলাই-২০ আগস্ট]: দুঃশ্চিন্তার চোটে মাথার ডান দিকে তীব্র যন্ত্রণায় ভুগবেন আজ। শুভ সংখ্যাঃ ৯৯। শুভ রংঃ কালো।
কন্যা [২২ আগস্ট-২২ সেপ্টেম্বর]: আসর জমাতে গিয়ে বিরিক্তকরত গল্প শুনিয়ে হাসির পাত্র হবেন আজ। আর বিয়ের পাত্র হতে এখন দেরি আছে। শুভ সংখ্যাঃ ৩৫। শুভ রংঃ বেগুনি।
তুলা [২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর]: ঢাকার রাস্তায় যে পরিমাণ ধুলাবালি, একবার চিন্তা করে দেখেছেন, অবৈধভাবে বালি উত্তোলন না করে সমস্ত ঢাকায় ১ সপ্তাহ পরপর ধূলাবালি সংগ্রহ করে কতো টাকার মালিক হয়ে যেতে পারেন। এসব ভেবেছেন কখনো? বেকার না থেকে হয়ে যান সফল উদ্যোক্তা। শুভ সংখ্যাঃ ৪২০। শুভ রংঃ সাদা।
বৃশ্চিক [২৩ অক্টোবর-২১ নভেম্বর]: চটকদার খবরের শিরোনাম দেখে পুরোটা পড়ে প্রতিবারের মতো আজ হতাশ হবেন না। শুভ সংখ্যাঃ ৪৫। শুভ রংঃ মেরুন।
ধনু [২২ নভেম্বর- ২০ ডিসেম্বর]: আপনি একাই যে দুনিয়ার সমস্ত চাপ সামলাচ্ছেন এমনটা নয় কিন্তু। চাপকে চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করুন। শুভ সংখ্যাঃ ৫৫৫। শুভ রংঃ বাদামি।
মকর [২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি]: যেটা বলতে এসেছিলেন, বলে চলে যান। এক্সট্রা পয়েন্ট অ্যাড করে সময় নষ্ট করবার দরকার নেই। আপনি যেটা বলেছেন সেটাই যথেষ্ট। শুভ সংখ্যাঃ ৯। শুভ রংঃ হলুদ।
কুম্ভ [২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি]: সারাদিন তর্কাতর্কির মধ্যে কেটে যাবে। মাথা ঠাণ্ডা রেখে আপনার মত প্রকাশ করুন। শুভ সংখ্যাঃ ৭০০। শুভ রংঃ সবুজ।
মীন [১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ]: কিছু কিছু দিন আবহাওয়ার আপডেট না দেখলেও চলবে তবে আজকে দেখে নিন নইলে আগামী তিনদিন বিপদে পড়তে পারেন। শুভ সংখ্যাঃ ৪৪। শুভ রংঃ ধূসর।