ঢাকায় নিযুক্ত
সৌদি আরবের বিদায়ী রাষ্ট্রদূত ঈসা ইউসুফ ঈসা আলদুহাইলান, বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে
দ্বিপক্ষীয় সম্পর্কে অবদান রাখায় বাংলাদেশ মেডেল ফর ডিপ্লোম্যাটিক এক্সিলেন্স পেয়েছেন।
আজ (২৮ জানুয়ারি)
রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে সৌদি রাষ্ট্রদূতের হাতে পুরস্কার তুলে দেন পররাষ্ট্র
উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। এ সময় পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিন উপস্থিত
ছিলেন।
২০২০ সালে
বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্কে অবদান রাখার জন্য বাংলাদেশে
নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের সাবেক রাষ্ট্রদূত সায়েদ মোহাম্মদ আল মেহেরি এই পুরস্কার
পান। আর সমুদ্রসীমা নির্ধারণ ও সমুদ্র অর্থনীতি নিয়ে কাজের স্বীকৃতির জন্য পররাষ্ট্র
মন্ত্রণালয়ের মেরিটাইম অ্যাফেয়ার্স ইউনিটের সাবেক সচিব মোহাম্মাদ খুরশেদ আলম পান
মেডেল ফর ডিপ্লোম্যাটিক এক্সিলেন্স অ্যাওয়ার্ড লাভ করেন।
আর ২০২১ সালে
বাংলাদেশ ও জাপানের মধ্যে কূটনৈতিক সম্পর্ক উন্নয়নে বিশেষ অবদান রাখায় এই অ্যাওয়ার্ড
পান বাংলাদেশে নিযুক্ত জাপানের সাবেক রাষ্ট্রদূত ইতো নাওকি। আর পোল্যান্ডে বাংলাদেশের
সাবেক রাষ্ট্রদূত সুলতানা লায়লা হোসেন, চলমান রুশ-ইউক্রেন যুদ্ধে ইউক্রেন থেকে বাংলাদেশিদের
উদ্ধারে এই অ্যাওয়ার্ড পেয়েছিলেন।
উল্লেখ্য,
২০২০ সাল থেকে একজন দেশি এবং একজন বিদেশি কূটনীতিককে এই পুরস্কার দেওয়া হয়।