× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

এমটিবি সঙ্গে ইফাদ মোটরসের ক্যাশ ম্যানেজমেন্ট সেবার চুক্তি স্বাক্ষর

২৮ জানুয়ারি ২০২৫, ১৮:১০ পিএম

ছবিঃ সংগৃহীত।

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি) সম্প্রতি ইফাদ মোটরস লিমিটেডের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে। যার মাধ্যমে রয়্যাল এনফিল্ড মোটরসাইকেলের জন্য একটি আধুনিক ক্যাশ ম্যানেজমেন্ট সলুশ্যন চালু করা হয়েছে।

সোমবার (২৭ জানুয়ারি) কোম্পানিটি এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এতথ্য নিশ্চিত করা হয়েছে। 

এমটিবির ডিজিটাল ক্যাশ ম্যানেজমেন্ট প্লাটফর্মটি একীভূত পেমেন্ট, সংগ্রহ এবং সমন্বয় সেবা প্রদান করবে, যা ইফাদ মোটরস লিমিটেডকে তাদের আর্থিক কার্যক্রম আরও দক্ষতার সঙ্গে পরিচালনা করতে, ব্যয় হ্রাস করতে এবং লেনদেন প্রক্রিয়াকে সহজতর করতে সহায়তা করবে।

এমটিবি’র অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও সিবিও মোঃ খালিদ মাহমুদ খান এবং ইফাদ মোটরস লিমিটেডেরর ব্যবস্থাপনা পরিচালক তাসকীন আহমেদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এমটিবির হেড অব ক্যাশ ম্যানেজমেন্ট এন্ড ট্রানজেকশন ব্যাংকিং মোহাম্মদ আশিক ইকবাল খান, ইউনিট হেড অব হোলসেল ব্যাংকিং ডিভিশন-১ জুবায়ের রেজা এবং ইফাদ মোটরস লিমিটেডের চিফ ফাইন্যান্সিয়াল অফিসার (সিএফও) সহদেব কে. দাস, হেড অব বিজনেস মইদুর রহমানসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.