× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বাংলাদেশে রোজা শুরুর সম্ভাব্য তারিখ

ধর্ম ডেস্ক।

২৮ জানুয়ারি ২০২৫, ১৮:২৭ পিএম । আপডেটঃ ২৮ জানুয়ারি ২০২৫, ১৮:২৮ পিএম

ছবিঃ সংগৃহীত।

সংযুক্ত আরব আমিরাতের জ্যোতির্বিদ্যা কেন্দ্র আজ (২৮ জানুয়ারি) মাইক্রো ব্লগিং সাইট এক্সে জানিয়েছে  মধ্যপ্রাচ্যে আগামী ১ মার্চ থেকে পবিত্র রমজান মাস শুরু হতে পারে। তাদের জ্যোতির্বিদ্যা হিসাব-নিকাশ অনুযায়ী ৩১ জানুয়ারি শাবানের প্রথম দিন হবে। সেই হিসেবে মধ্যপ্রাচ্যে রমজান মাসের চাঁদ দেখা যেতে পারে ২৮ ফেব্রুয়ারি।

শাবান মাসের ২৯তম দিনে রমজান মাসের চাঁদের সন্ধান করা হয়ে থাকে। সেই হিসেব মোতাবেক আগামী ২৮ ফেব্রুয়ারি মধ্যপ্রাচ্যে রমজান মাসের চাঁদের সন্ধান করা হবে। গবেষকদের মতে, ২৮ ফেব্রুয়ারি রাতেই রমজান মাসের চাঁদ দেখা যাবে। সেই হিসেবে আগামী ১ মার্চ থেকে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে শুরু হবে পবিত্র রমজান মাস।

এদিকে আমিরাত জ্যোতির্বিদ্যা কেন্দ্র শাবান মাস শুরু হওয়ার বিষয়ে জানিয়াছে, “২৯ জানুয়ারী বুধবার ১৪৪৬ হিজরি সনের রজব মাসের ২৯তম দিন হবে। কিন্তু ওইদিন সূর্যাস্তের সময় বা আগে চাঁদ অস্ত যাবে। ফলে ওইদিন ইসলামিক বিশ্বে শাবানের চাঁদ দেখা অসম্ভব হবে। এতে, এসব দেশে রজব মাসটি ৩০দিন পূর্ণ করবে এবং ৩১ জানুয়ারি হবে শাবানের প্রথম দিন।

সংস্থাটি আরও জানিয়েছে, আগামী ৩০ জানুয়ারি বৃহস্পতিবার সব মুসলিশ দেশ, দক্ষিণ ইউরোপ, আফ্রিকা এবং যুক্তরাষ্ট্রে খালি চোখে চাঁদ দেখা যাবে। যার অর্থ হলো যেসব দেশে বৃহস্পতিবার ২৯ রজব হবে সেসব দেশেও ৩১ জানুয়ারি শাবান শুরু হবে। যারমধ্যে রয়েছে আফগানিস্তান, পাকিস্তান, ইরান, বাংলাদেশ, মরক্কো, ক্যামেরুন ও আলবেনিয়া।

তাহলে হিসাবমতে দাঁড়ায়, আগামী মার্চ মাসের ১ তারিখ থেকে মধ্যপ্রাচ্যে রমজান মাস শুরু হবে। সাধারণত বাংলাদেশে মধ্যপ্রাচ্যের চেয়ে এক বা দুইদিন পর (চাঁদ দেখা সাপেক্ষে) আরবি মাস শুরু হয়। সেই হিসাবে বাংলাদেশে রমজান মাস শুরু হতে পারে ২ মার্চ ২০২৫ (রোববার)।

 

 

সূত্র: খালিজ টাইমস

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.