× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

মার্কেন্টাইল ব্যাংকের সঙ্গে ৬ লাইফস্টাইল ও রেস্টুরেন্ট ব্র্যান্ডের চুক্তি সই

২৯ জানুয়ারি ২০২৫, ১৭:৫৫ পিএম । আপডেটঃ ২৯ জানুয়ারি ২০২৫, ১৭:৫৫ পিএম

মার্কেন্টাইল ব্যাংক পিএলসির সঙ্গে সম্প্রতি দেশের স্বনামধন্য ছয়টি লাইফস্টাইল ও রেস্টুরেন্ট ব্র্যান্ড একটি চুক্তি সই হয়েছে। সেগুলো হলো- পারসোনা, সিক্স সিজনস্ হোটেল, টেস্টবাড, ভাইটাস্কিন, সাতোরি লি, ও তাবাক কফি।এই চুক্তির মাধ্যমে মার্কেন্টাইল ব্যাংকের ক্রেডিট কার্ড গ্রাহকরা উক্ত প্রতিষ্ঠানগুলোতে আকর্ষনীয় ছাড় উপভোগ করতে পারবেন, এছাড়াও তাদের সাথে ব্যাংকের পে-রোল চুক্তিও স্বাক্ষরিত হয়।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) চুক্তি অনুষ্ঠানটি ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মতিউল হাসান।

পর্যায়ক্রমে পারসোনার সিনিয়র ডিরেক্টর মমতাজ হোসেন রুনু, সিক্স সিজনস হোটেলের জেনারেল ম্যানেজার মোঃ আনিসুর রহমান, টেস্টবাডের ব্যবস্থাপনা পরিচালক আথবান ইউসুফ, ভাইটাস্কিনের ডিরেক্টর মোঃ কবির হোসেন, সাতোরি লিমিটেডের সিইও শাওন তানভির এবং তাবাক কফি কোম্পানির অপারেশন ম্যানেজার মোঃ আলমগীর হোসেন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালকরা- মোঃ জাকির হোসাইন, আদিল রায়হান, শামীম আহম্মদ, অসিম কুমার সাহা ও ড. মোঃ জাহিদ হোসেন এবং গ্রুপ সিএফও ড. তাপস চন্দ্র পালসহ উভয় প্রতিষ্ঠানের উর্ধ্বতন নির্বাহীরা উপস্থিত ছিলেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.