× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

প্রিয় পের সাথে বিডিকলিং আইটির চুক্তি

ক্রস-বর্ডার পেমেন্ট হবে আরও সহজ

২৯ জানুয়ারি ২০২৫, ১৮:৫৩ পিএম

ছবিঃ সংগৃহীত।

ক্রস-বর্ডার পেমেন্ট সার্ভিস গ্রহণে প্রিয় পে’র সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে দেশের অন্যতম আউটসোর্সিং সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠান বিডিকলিং আইটি লিমিটেড। এর ফলে আন্তর্জাতিক ক্লায়েন্টের পেমেন্ট গ্রহণ ও দেশীয় ব্যাংকের মাধ্যমে অর্থ উত্তোলন আরও সহজ হলো প্রতিষ্ঠানটির জন্য।

সম্প্রতি প্রিয় পে’র ঢাকা কার্যালয়ে এই সক্রান্ত চুক্তি স্বাক্ষর সম্পন্ন হয়। নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন প্রিয় সিইও জাকারিয়া স্বপন এবং বিডিকলিং আইটির সিইও মুহাম্মদ মনির হোসাইন। এছাড়াও উপস্থিত ছিলেন বিডিকলিং এর সিএফও মোঃ ওমর ফারুক, প্রিয় পে’র হেড অফ অপারেশন্স পাইক ইকবাল হোসেইন এবং প্রতিষ্ঠানদ্বয়ের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

যুক্তরাষ্ট্রের ফিনটেক প্রতিষ্ঠান প্রিয় ইনকর্পোরেশনের ক্রস-বর্ডার পেমেন্ট প্ল্যাটফর্ম প্রিয় পে’র মাধ্যমে ক্রস-বর্ডার বাণিজ্য ও সেবাদানকারী ব্যবসা প্রতিষ্ঠান, ফ্রিল্যান্সার এবং রিমোট কর্মীরা সহজেই তাদের পেমেন্ট গ্রহণ করতে পারে। এ ছাড়াও ডলার থেকে রিয়েল-টাইমে টাকায় ট্রান্সফার, যেকোনো বাংলাদেশি ব্যাংক থেকে টাকা উত্তোলনের সুবিধা, কার্ডের মাধ্যমে ৫০+ দেশে এটিএম থেকে স্থানীয় মুদ্রায় অর্থ উত্তোলন, গুগল পে এবং অ্যাপন পে’র সাথে যুক্ত করে ভার্চুয়াল কার্ডে পেমেন্টসহ বিভিন্ন ধরনের সেবা পাওয়া যায়। ফলে খুব সহজেই আন্তর্জাতিক যেকোনো সেবা গ্রহণ করে পেমেন্ট দেওয়া যায়।

অন্যদিকে বিডিকলিং আইটি লিমিটেড দেশের অন্যতম তৃথ্যপ্রযুক্তি ও আউটসোর্সিং সেবাদানকারী প্রতিষ্ঠান। ফ্রিল্যান্সিংসহ বিভিন্ন আউটসোসিং সেবায় প্রতিষ্ঠানটিতে বর্তমানে এক হাজারেরও বেশি কর্মী যুক্ত রয়েছেন। প্রতিষ্ঠানটি এখন থেকে প্রিয় পে’র মাধ্যমে দেশের বাইরের পেমেন্ট গ্রহণ এবং সেই অর্থ দেশীয় ব্যাংকের মাধ্যমে উত্তোলয়ন করবে।

প্রিয় পে’র সিইও জাকারিয়া স্বপন, “বিডিকলিং আইটি দীর্ঘদিন ধরেই আন্তর্জাতিক গ্রাহকদের সেবা প্রদান করছে। এমন প্রতিষ্ঠানকে সেবা দিতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত।”
বিডিকলিং আইটি লিমিটেডের সিইও মুহাম্মদ মনির হোসেইন বলেন, “প্রিয় পে’র সঙ্গে এই পার্টনারশিপের ফলে ফ্রিল্যান্সারদের পেমেন্ট প্রসেসিংয়ের সময় কমে যাবে এবং দ্রুততম সময়ের মধ্যে লেনদেন প্রক্রিয়া সম্পন্ন হবে। বাংলাদেশের মেধাবী তরুণদের সমৃদ্ধিতে এই প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত হতে পেরে আমরা আনন্দিত।

আশা করছি, এই পার্টনারশিপের মাধ্যমে আমরা আরও বেশি সাফল্য অর্জন করতে পারব,” যোগ করেন মুহাম্মদ মনির হোসেইন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.