× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

একনজরে দেখে নিন আজকের রাশিফল!

সংবাদ সারাবেলা ডেস্ক।

৩০ জানুয়ারি ২০২৫, ১৪:২৭ পিএম । আপডেটঃ ৩০ জানুয়ারি ২০২৫, ১৪:৪৫ পিএম

দেখে নিন আজকের রাশিফল!

 

মেষ [২১ মার্চ-২০ এপ্রিল]: নিজ লেনে থাকুন, অন্যদের ব্যাপারে আপনার হস্তক্ষেপ করার কোনো প্রয়োজন নেই। শুভ সংখ্যাঃ ১০। শুভ রংঃ কমলা।

 

বৃষ [২১ এপ্রিল-২০ মে]: আজ প্রিয় বন্ধুর বিয়ের দাওয়াত পাবেন। শুভ সংখ্যাঃ ৪৫। শুভ রংঃ হলদেটে সবুজ।

 

মিথুন [২১ মে-২০ জুন]: এত তথ্য মাথায় নিয়ে ঘুরছেন সেগুলো ঠিকঠাক কাজে না লাগালে এই পুঁথিগত বিদ্যা কোন কাজে আসবে না। শুভ সংখ্যাঃ ০। শুভ রংঃ সোনালি।

 

কর্কট  [২১ জুন-২০ জুলাই]: আমাদের দেশের নামটা কিন্তু গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। সুতরাং গণপরিবহণ নিয়ে খামোখা অভিযোগ করে ঝামেলা না করে 'প্রজা' হিসেবে 'মেনে নিন'। শুভ সংখ্যাঃ ০। শুভ রংঃ খয়েরি।

 

সিংহ [২১ জুলাই-২০ আগস্ট]: সারাদিন ছোটাছুটিতে কাটবে। দিনশেষে ক্লান্তি থাকলেও কাজের সাফল্যে মুখে হাসি ফুটবে। শুভ সংখ্যাঃ ১০০ শুভ রংঃ হলুদ।


কন্যা [২২ আগস্ট-২২ সেপ্টেম্বর]: জমিজমার ভাগ-বাটোয়ারা নিয়ে প্রতিবেশি মামলা দিয়ে হয়রানি করবে। শুভ সংখ্যাঃ ৭৬। শুভ রংঃ হলুদ।


তুলা [২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর]: কেউ আপনার কথা শুনছে না নাকি আপনি শোনাতে ব্যর্থ হচ্ছেন? শুভ সংখ্যাঃ ৭০। শুভ রংঃ নীলচে হলুদ।


বৃশ্চিক [২৩ অক্টোবর-২১ নভেম্বর]: জরুরি মুহূর্তে দরকারি ওষুধটি খুঁজে পেতে আজ বহু ভোগান্তি পোহাতে হবে। শুভ সংখ্যাঃ ০.৫। শুভ রংঃ লাল।


ধনু [২২ নভেম্বর- ২০ ডিসেম্বর]: দুরপাল্লার যাত্রায় পুলিশি তল্লাশির মুখে পড়বেন, এরা আপনার ব্যাগ হাতড়ে পাতড়ে কিছু না পেয়ে চলে যাবে সমস্যা নেই, কিন্তু এই ফাঁকে ব্যাগ থেকে গুরুত্বপূর্ণ একটা জিনিস পড়ে যাবে যেতা আপনি বাস থেকে নামার পর টের পাবেন।। শুভ সংখ্যাঃ ৪২০। শুভ রংঃ ধূসর।


মকর [২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি]: খাওয়ার সময় কাশির দমকে মুখ থেকে খাবার ছিটকে সামনে বসা ব্যাক্তির গায়ে ছড়িয়ে ছিটিয়ে পড়বে। শুভ সংখ্যাঃ ৩৩। শুভ রংঃ সোনালি।


কুম্ভ [২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি]: এই শীতের সিজনে তরমুজ খেতে ইচ্ছে করবে। আপনি এই সুযোগে শীতকালে হবে এমন কোনো নতুন জাত উদ্ভাবন করার উদ্যোগ নিন। শুভ সংখ্যাঃ ৫০০। শুভ রংঃ সাদা।


মীন [১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ]: অর্থনৈতিক প্রবৃদ্ধি আসন্ন। শুভ সংখ্যাঃ ২০০০০। শুভ রংঃ মেরুন।

বিষয় : রাশিফল

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.