× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ইউনিয়ন ব্যাংকের ডিএমডি হিসেবে জনাব মোহাম্মদ ইকবালের যোগদান

০১ ফেব্রুয়ারি ২০২৫, ২০:০৭ পিএম

ছবিঃ সংগৃহীত।

দীর্ঘ ২৮ বছরের অভিজ্ঞতা সম্পন্ন বিশিষ্ট ব্যাংকার জনাব মোহাম্মদ ইকবাল সম্প্রতি শরীয়াহ্ ভিত্তিক ইউনিয়ন ব্যাংকের ডিএমডি হিসেবে যোগদান করেছেন। চতুর্থ প্রজন্মের শরীয়াহ ভিত্তিক ইউনিয়ন ব্যাংক পিএলসি'তে যোগদানের পূর্বে জনাব ইকবাল সিটিজেনস ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও হেড অফ বিজনেস এবং ক্যামেলকো হিসেবে দায়িত্বপালন করেছেন।

২৮ বছরের কর্মজীবনে তাঁর অগ্রণী ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, মিডল্যান্ড ব্যাংক এবং সিটিজেনস ব্যাংকে চাকুরির অভিজ্ঞতা রয়েছে এবং এসব ব্যাংকে কর্পোরেট, ইমার্জিং কর্পোরেট, এসএমই ও বিশেষ প্রোগ্রামের প্রধান, ক্রেডিট রিস্ক, এগ্রিকালচার ক্রেডিট, রিটেইল ব্যাংকিং, ইসলামিক ব্যাংকিং (এসএমই সেগমেন্ট), সাসটেইনেবল ফাইন্যান্স, আর্থিক অর্ন্তভূক্তি সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তাঁর কর্মদক্ষতার ফলে পূর্বে কর্মরত ব্যাংক সমূহ বিভিন্ন পদক অর্জন করে।


জনাব মোহাম্মদ ইকবাল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিকম অনার্স (ফিন্যান্স) এবং এমকম (ব্যাংকিং) ডিগ্রী অর্জন করেন। তিনি ব্যাংকের বিভিন্ন বিষয়ের উপর দেশ-বিদেশে প্রশিক্ষণ গ্রহণ করেন। জনাব ইকবাল বিআইবিএম, বিএবি এবং বিসিক এর SCITI এ পাঠদান করেছেন। পেশাগত দক্ষতা বৃদ্ধিকল্পে তিনি জাপান, চীন, মালয়েশিয়া, ফিলিপাইন, ভারত, নেপাল এবং ভুটান ভ্রমণ করেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.