দেখে নিন আজকের রাশিফল!
মেষ
[২১ মার্চ-২০ এপ্রিল]: দুরপাল্লার
যাত্রায় আজ খুবই বেকায়দা জায়গায় গিয়ে আপনার বাথরুম পাবে। বাস থামাতে রাজি হলেও, আশে
পাশে অনেক দুরের মধ্যে কোনো সুব্যবস্থা না থাকায় আজ আপনাকে জঙ্গলেই মঙ্গল সারতে হতে
পারে। শুভ সংখ্যাঃ
৫৬। শুভ রংঃ হলুদ।
বৃষ
[২১ এপ্রিল-২০ মে]: ছ্যাঁচড়া
চেনেন? বাসায় আয়না নেই? শুভ
সংখ্যাঃ ৪২০। শুভ রংঃ সবুজ।
মিথুন
[২১ মে-২০ জুন]:
কি দারুণ ভাবে অর্থের নিদারুণ
অপচয় করছেন। ক'টা দিন বাদেই এর ফল ভোগ করতে হবে। শুভ সংখ্যাঃ
৯৯৯। শুভ রংঃ সাদা।
কর্কট
[২১ জুন-২০ জুলাই]: হিসাব
ভাল না জানলেও, ক'টাকা এদিক ওদিক করলে ক'টাকা নিজ পকেটে ঢোকাতে পারবেন সে বিদ্যা তো
ঠিকই ভাল জানেন। শুভ
সংখ্যাঃ ৪২০। শুভ রংঃ
কালো।
সিংহ
[২১ জুলাই-২০ আগস্ট]: দেখেন
ভাই/বোন, দোকানে বাকি খাবেন। পরে অন্য রাস্তা দিয়ে ঘুরে যাবেন। এসব যে করছেন, পরে আর রাস্তা বাকি থাকবে
না, ছাদ থেকে হেলিকপ্টারযোগে যেতে হবে। শুভ
সংখ্যাঃ ৭। শুভ রংঃ
গোলাপি।
কন্যা
[২২ আগস্ট-২২ সেপ্টেম্বর]: শুভ
নামের একজনের থেকে অশুভ সংবাদ পাবেন। শুভ
সংখ্যাঃ ৫। শুভ রংঃ
সাদা।
তুলা
[২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর]: মন
চাইলে মন পাবে দেহ চাইলে দেহ, এমন অফার আপনাকে কেউ দিচ্ছে না? ধৈর্য্যই সাফল্যের চাবিকাঠি।
শুভ সংখ্যাঃ ৫৫। শুভ রংঃ নীলচে সাদা।
বৃশ্চিক
[২৩ অক্টোবর-২১ নভেম্বর]: আপনাকে
রেখেই আজ বাস গন্তব্যস্থলের উদ্দেশ্যে রওনা হবে। আপনি টিকিটের টাকাও ফেরত পাবেন না। শুভ সংখ্যাঃ ৭২০। শুভ রংঃ গোলাপি।
ধনু
[২২ নভেম্বর- ২০ ডিসেম্বর]: মাঝরাতে
আপনার কি হয় সোশ্যাল মিডিয়ায় সবাইকে বিরক্ত করেন, 'কতদিন দেখা হয় না' আবার দিনের বেলায়
নিজের কাজে ব্যস্ত হয়ে পড়েন, ছুটির দিন ফোন টোন বন্ধ করে ঘুম দেন। এই উইকেন্ডে একটু
দেখাসাক্ষাৎ করুন আত্মীয়স্বজন বন্ধুবান্ধবদের সাথে। শুভ সংখ্যাঃ ৫০০০। শুভ রংঃ কমলা।
মকর
[২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি]: আপনার
অতিরিক্ত বিনয় আপনার জন্য
বিপদ হয়ে দাঁড়াবে। শুভ
সংখ্যাঃ ৫৮। শুভ রংঃ
সাদা।
কুম্ভ
[২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি]: ইলেকট্রনিক
জিনিসপত্র আজ একটু সাবধানে হ্যান্ডেল করবেন। শুভ সংখ্যাঃ ২।
শুভ রংঃ মেরুন।
মীন
[১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ]: আজ
বাড়িতে অযথা তর্কাতর্কিতে জড়িয়ে পরে সারাদিন, 'খামোখা কেন জড়াতে গিয়েছিলাম' এই আফসোস
করতে থাকবেন। শুভ
সংখ্যাঃ ৩। শুভ রংঃ
লাল।