আজ (৩ ফেব্রুয়ারি)
বাদ ফজর আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয়েছে তাবলিগ জামাতের ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্বের
দ্বিতীয় ধাপ। এর আগে গতকাল (২ ফেব্রুয়ারি) সকাল ৯টায় আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হয়
প্রথম পর্বের প্রথম ধাপ।
ভারতের
মাওলানা আহমেদ হোসাইন নজমের জামাতের সাথিদের উদ্দেশে আজ (৩ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে বয়ান শুরু করেছেন। এই পর্বে ইজতেমা
কীভাবে পরিচালনা করা হবে, সেই বিষয়ে দিকনির্দেশনা দিচ্ছেন তিনি।
তাবলিগ
জামাত বাংলাদেশের শুরায়ি নেজাম মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান জানান, দ্বিতীয় পর্বের ইজতেমায় ৭২টি দেশ থেকে ৩,২৫৬ জন
বিদেশি মেহমান এসেছেন। ৩ ফেব্রুয়ারি থেকে
৫ ফেব্রুয়ারি পর্যন্ত দ্বিতীয় ধাপের ইজতেমা চলবে। এরপর মেহমানরা নিজ দেশে ফিরে যাবেন।
তিনি
আরও জানান, দ্বিতীয় পর্বে অংশ নেওয়া মুসুল্লিদের জন্য মাঠ এখন পুরোপুরি প্রস্তুত। এই ধাপে ঢাকা
জেলার একাংশসহ মোট ২২টি জেলার মুসুল্লিরা অংশ নেবেন। জেলাগুলো হলো - যাত্রাবাড়ী, কেরানীগঞ্জ ও মোহাম্মাদপুর (ঢাকার
অংশ), মুন্সীগঞ্জ, জামালপুর, মানিকগঞ্জ, জয়পুরহাট, সিলেট, সিরাজগঞ্জ, মেহেরপুর, টাঙ্গাইল, পাবনা, নরসিংদী, কিশোরগঞ্জ, কক্সবাজার, নোয়াখালী, গোপালগঞ্জ, ঝালকাঠি, বরগুনা, মাদারীপুর, শরীয়তপুর, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, নওগাঁ ও বান্দরবান।
এছাড়াও,
এই পর্বে বয়ান করবেন পাকিস্তানের মাওলানা জিয়াউল হক (জোহরের নামাজের পর), বাংলাদেশের মাওলানা রবিউল হক (আসরের নামাজের পর) এবং ভারতের মাওলানা আহমদ লাট (মাগরিবের নামাজের পর)।