কোচ কাঞ্চন একাডেমির উদ্যোগে ঢাকায় জাকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হয়ে গেল দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় উদ্যোক্তা সম্মেলন 'বিজনেস ব্রেকথ্রো সামিট ২০২৫'। রাজধানীর সেনাপ্রাঙ্গনে অনুষ্ঠিত দিনব্যাপী এই সামিটে সারা দেশ থেকে তিন হাজারেরও বেশি ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা অংশ নেন।
অনুষ্ঠানে দিনব্যাপী প্রশিক্ষণ পরিচালনা করেন কোচ কাঞ্চন একাডেমীর প্রতিষ্ঠাতা দেশের প্রথম সার্টিফাইড হ্যাপিনেস বিজনেস কোচ মোহাম্মদ ইলিয়াস কাঞ্চন। অনুষ্ঠানে কোচ কাঞ্চনের ষষ্ঠ বই 'ব্রেন ব্যালেন্স ইক্যুয়াল টু ব্যাংক ব্যালেন্স' বইয়ের মোড়ক উন্মোচন করা হয়।
এসময় কোচ কাঞ্চন বলেন, একটি সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে দক্ষতার কোন বিকল্প নেই। কোচ কাঞ্চন একাডেমি বাংলাদেশে দশ লাখ দক্ষ উদ্যোক্তা তৈরির মিশন নিয়ে কাজ করছে। আমাদের কার্যক্রম তাদের সাফল্যের পথকে অনেক সহজ করবে।
দিনব্যাপী সেশনে উদ্যোক্তারা সীমা ভেঙ্গে কীভাবে সীমাহীন ড্রাইভ দিতে পারেন, তা শেখানো হয়। কোচ কাঞ্চনের 'জিতাও' ফিলোসফির মাধ্যমে কিভাবে কাস্টমারকে সর্বোচ্চ ভ্যালু দেয়া যায়, সেটা এই সামিটে সবার মাঝে ছড়িয়ে দেয়া হয়।
এমন ব্যতিক্রমী বিজনেস সামিটে অংশ অংশ নিতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেন অংশগ্রহণকারী উদ্যোক্তারা। তারা জানান, এই প্রশিক্ষণ তাদের জীবনকে নতুন করে আবিষ্কার করতে শিখিয়েছে।
উল্লেখ্য, বর্তমান সময়ে মানসিক অস্থিরতা দূর করে নিজেকে খুশি রাখার কৌশল ছড়িয়ে দেয়ার যাত্রায় অনন্য এক নাম কোচ কাঞ্চন। তিনি একাধারে লেখক, উদ্যোক্তা ও হরপিনেস কোচ। তিনি জীবনের কথা বলেন, জীবনকে নিয়ে ভাবার কথা বলেন। বাংলাদেশি গ্লোবাল ব্র্যান্ড গড়ার লক্ষ্যে তিনি ছুটে চলছেন দেশ-বিদেশে।
তাঁর নেতৃত্বে ২০১৮ সালে যাত্রা শুরুর পর এখন পর্যন্ত কোচ কাঞ্চন একাডেমি এক লাখ ব্যক্তি কিংবা উদ্যোক্তাকে ব্যক্তি পর্যায়ে হ্যাপিনেস, ব্রেইন মাস্টারিং এবং বিজনেস গ্রোথ ও মার্কেটিং স্ট্র্যাটেজিসহ বিভিন্ন প্রশিক্ষণ দিয়েছে। এই প্রশিক্ষণ কঠিন সময়কে সুখী মুহুর্তে রূপান্তরিত করা, সুপার চার্জিং পদ্ধতিতে ব্যবসার উন্নতি সাধন করা এবং উদ্যোক্তাদের আট থেকে নয় অঙ্কের ভবিষ্যতের ব্যবসা গড়ে তুলতে সহযোগিতা করেছে। কোচ কাঞ্চনের বই পড়েছেন ৫০ হাজারেরও বেশি পাঠক।