দেখে নিন আজকের রাশিফল!
মেষ
[২১ মার্চ-২০ এপ্রিল]: যত্রতত্র
ময়লা ফেলতে গিয়ে প্রতিবেশিদের আক্রোশের শিকার হবেন। শুভ সংখ্যাঃ ১০০। শুভ রংঃ সাদা।
বৃষ
[২১ এপ্রিল-২০ মে]: কেন
অযথা গুরুত্বহীন বোঝা বয়ে শক্তির অপব্যায় করছেন? শুভ সংখ্যাঃ ০। শুভ রংঃ
নীল।
মিথুন
[২১ মে-২০ জুন]:
এলাকায় বাকি খেয়ে বিল্লাহ নামের
একজনের নাম হয়ে গেছে বাকি বিল্লাহ। এদিকে ওই এলাকায় প্রথমবারের মত গিয়ে বাকি বিল্লাহ
নামের একজন এক দোকানে গিয়ে পরিচয় দিয়ে বিপদে পড়েছেন। দোকানি ঐ বাকি খাওয়া লোককে চেনেন
না, শুধু নাম জানেন। নাম শুনেই বলছে ভাই আপনি দাঁড়ান এত টাকা বাকি আপনি যেতে পারবেন
না। আপনি ঐ দোকানে ঠিক ওই সময়ে গিয়ে এই ঘটনা দেখলেন। এটা মীমাংসা করতে আপনার হাতে সময়
এবং এখতিয়ার দটোই আছে। কি করবেন? শুভ সংখ্যাঃ ৫। শুভ রংঃ
ধুসর।
কর্কট
[২১ জুন-২০ জুলাই]: ভাল
খারাপের মাঝখানে দাঁড়িয়ে থাকলে অপমান ছাড়া কিচ্ছু জুটবে না কপালে। একটা পক্ষ নিন।
শুভ সংখ্যাঃ ১০০০। শুভ রংঃ সবুজ।
সিংহ
[২১ জুলাই-২০ আগস্ট]: বিয়ের
জন্য বাসা থেকে চাপ দেবে। শুভ সংখ্যাঃ ৩২। শুভ রংঃ লাল।
কন্যা
[২২ আগস্ট-২২ সেপ্টেম্বর]:
প্রিয় চায়ের কাপটা কাজের
লোক ধুতে গিয়ে ভেঙে ফেলবে আজ। শুভ
সংখ্যাঃ ৭। শুভ রংঃ
লাল।
তুলা
[২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর]: অসময়ে
আসা যেসব নিমন্ত্রণ পেয়েছিলেন সময় বের করে সেসব জায়গায় যান।। শুভ সংখ্যাঃ ৬১২। শুভ রংঃ মেরুন।
বৃশ্চিক
[২৩ অক্টোবর-২১ নভেম্বর]: মেডিকেল
টেস্টের রিপোর্টে দুঃসংবাদ পাবেন। শুভ
সংখ্যাঃ ৮১। শুভ রংঃ সাদা।
ধনু
[২২ নভেম্বর- ২০ ডিসেম্বর]: শোনা
গেছে সোনার দাম বৃদ্ধিতে আপনি বিয়ে করার সময় পিছিয়ে দিয়েছেন? ভাই/বোন সোনার দাম কমার
সম্ভাবনা কম, বয়স বাড়ছে। বিয়েটা সেরে ফেলুন। শুভ সংখ্যাঃ
১১১। শুভ রংঃ লাল।
মকর
[২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি]: ফেসবুকে
কি সব উল্টোপাল্টা গুজব দেখে সেটা নিয়ে চায়ের দোকান গরম করছেন এদিকে আপনার গরম চা ঠাণ্ডা
হয়ে যাচ্ছে। আর এদিকে গুজব ছড়িয়ে এলাকা গরম হয়ে গেছে। আপনি আড্ডা শেষে বাসায় গিয়ে নিজ
কাজে ব্যস্ত। এদিকে এলাকায় চলছে তুলকালাম। এগুলো কি ইচ্ছা করে করেন? না হলে একটু দেখে
শুনে নিতে পারেন তথ্য সঠিক কিনা। শুভ সংখ্যাঃ
৫। শুভ রংঃ কমলা।
কুম্ভ
[২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি]: উচ্ছাসে
কাটবে আজ সারাটা দিন। রাতের দিকে একটা জরুরি ফোন আসবে। শুভ সংখ্যাঃ ৬। শুভ রংঃ
হলুদ।
মীন [১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ]: অনেকদিন যাবৎ একটা বিষয় নিয়ে দ্বিধাদ্বন্দে ভুগছেন সেটার মীমাংসা হবে আজ। শুভ সংখ্যাঃ ৫৫। শুভ রংঃ কচুপাতার রং।
বিষয় : রাশিফল
সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর
যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220
ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।
© 2025 Sangbad Sarabela All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh