দেখে নিন আজকের রাশিফল!
মেষ [২১ মার্চ-২০ এপ্রিল]: ঝামেলা করতে চাইলে ফুলস্কেলে করুন। আধখেঁচড়া ঝামেলা পাকিয়ে পরে মীমাংসা করার ইচ্ছা থাকলে দয়া করে ঝামেলা করবেন না।। শুভ সংখ্যাঃ ৭০০। শুভ রংঃ লাল।
বৃষ
[২১ এপ্রিল-২০ মে]: আত্মমর্যাদার
অভাবে ভোগা মানুষ আপনার কাছে টিপস চাইবে, এদিকে আত্মমর্যাদা বেঁচে চড়াদামে মাংস কিনে
খাওয়া আপনিও তাকে দু'চারটে ভার-ভারিক্কি সম্পন্ন টিপস দিয়ে তাঁর কনফিডেন্স বাড়াতে সাহায্য
করবেন। শুভ সংখ্যাঃ ৬৯। শুভ রংঃ পাঁকা পেপের রং।
মিথুন
[২১ মে-২০ জুন]:
বিনিয়োগ করার বিষয়ে যে দ্বিধাদ্বন্দে
ভুগছেন সেসব ঝেড়ে ফেলে চোখ বুজে বিনিয়োগটা সেরে ফেলুন। শুভ সংখ্যাঃ ৩,৬,৯। শুভ রংঃ সবুজ।
কর্কট
[২১ জুন-২০ জুলাই]: বিরিয়ানি
খেতে গিয়ে মাংসভর্তি লোকমা মুখে দিয়ে এলাচে কামড় পড়বে। এখন সবসুদ্ধ ফেলে দেবেন নাকি
কসরত করে সেই দুর্বৃত্ত এলাচকে টেনে বার করবেন? শুভ
সংখ্যাঃ ০। শুভ রংঃ
সাদা।
সিংহ
[২১ জুলাই-২০ আগস্ট]: ব্যবসায়ে
বড় ধরণের লোকসানের মুখে পড়বেন। শুভ সংখ্যাঃ
৪। শুভ রংঃ ম্যাজেন্তা।
কন্যা
[২২ আগস্ট-২২ সেপ্টেম্বর]: নিজের
দোষ অন্যের ঘাড়ে চাপাতে গিয়ে গিয়ে দেখবেন সেই ব্যাক্তির ধড়-মাথা বাদে কিচ্ছু নেই। পরে
দুঃখে আপনার নিজস্ব নীতির বাইরে গিয়ে মনে মনে বডিশেমিং করবেন। শুভ
সংখ্যাঃ ৩। শুভ রংঃ
বেগুনি।
তুলা
[২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর]: আপনি
ভুলপথে দৌড়াচ্ছেন। আপনার জন্য উষ্ঠাও অপেক্ষা করছে। শুভ সংখ্যাঃ ১২০। শুভ রংঃ অফ-হোয়াইট।
বৃশ্চিক
[২৩ অক্টোবর-২১ নভেম্বর]: খাদ্যে
অরুচি ভোগাবে দীর্ঘদিন। শুভ
সংখ্যাঃ ৭৭। শুভ রংঃ বেগুনি।
ধনু
[২২ নভেম্বর- ২০ ডিসেম্বর]: "কিসব আজগুবি মানুষের সাথে চলাফেরা করেন ভাই", মন্তব্য
করবেন এমন একজন যাকে তাঁর বন্ধুবান্ধব আত্মীয়স্বজন সবাই পরিত্যাগ করেছেন। রাগ করবেন
না, বেচারা একাকী মানুষ। শুভ
সংখ্যাঃ ১। শুভ রংঃ
গোলাপি।
মকর
[২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি]: মেঘদল
ব্যান্ডের একটা গানের লাইন, "হ্যালোজেন রোদ চিলতে বারান্দায়, টিকটিকি তাই বলছে
ভবিষ্যৎ" শুনে আপনি ভাবছেন কি আধ্যাত্মিক ব্যাপার গো! আরে ভাই এখানে আসলে টিকটিকি
বলতে বোঝানো হয়েছে স্থানীয় ইনফর্মার দের, যাদের সংক্ষেপে ফর্মা বলা হয় সেই ফর্মা এক
এলাকায় অবৈধ মাদক কারবারের ওপর নজর রাখছিল, এসময় তাঁর পরিচিত যারা আছেন তাদের "ঐ
এলাকায় পুলিশের রেইড পড়বে" বলে আগাম সতর্ক করে ছিলেন। সেটা নিয়েই "টিকটিকি
তাই বলছে ভবিষ্যৎ" অংশটুকু লেখা। আপনার সন্দেহ থাকলে গীতিকারকে জিজ্ঞাসা করে দেখতে
পারেন। শুভ সংখ্যাঃ
৪২০। শুভ রংঃ হলুদ।
কুম্ভ
[২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি]: যেকোনোভাবেই
হোক নিজের স্বার্থ উদ্ধারে ব্যস্ত থাকুন। তারপর দুদক এসে আপনার উদ্ধার করা স্বার্থ
জব্দ করে দিয়ে যাবে। তাই নিজ স্বার্থ বাস্তবায়নে সঠিক কৌসল অবলম্বন করুন। কাগজপত্র
ঠিকঠাক রাখুন। শুভ
সংখ্যাঃ ৩৩। শুভ রংঃ ধূসর।
মীন [১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ]: নিজস্বতা বলে কিছু নেই আপনার এই ভেবে যে ডিপ্রেশনে ভুগছেন সেই ডিপ্রেশনটাই তো আপনার নিজস্ব তাই না? চাইলে এটা ব্যবহার করে একটু অ্যাটেনশন নিয়ে নিতে পারেন। নাহলে নতুন কিছুতে মনোনীবেশ করুন এবং সেটাকে নিজের করে নিন। শুভ সংখ্যাঃ ১। শুভ রংঃ হলদেটে সাদা।
বিষয় : রাশিফল
সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর
যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220
ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।
© 2025 Sangbad Sarabela All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh