× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

একনজরে দেখে নিন আজকের রাশিফল!

সংবাদ সারাবেলা ডেস্ক।

০৯ ফেব্রুয়ারি ২০২৫, ১৩:৩২ পিএম

ছবিঃ সংগৃহীত।

দেখে নিন আজকের রাশিফল!

 

মেষ [২১ মার্চ-২০ এপ্রিল]: অত্যন্ত কাছের এক লোকের জন্মদিনে উইশ করতে ভুলে যাবেন আজ। শুভ সংখ্যাঃ ৪৭। শুভ রংঃ কালো।

 

বৃষ [২১ এপ্রিল-২০ মে]: সাহসী সিদ্ধান্ত নিতে গিয়ে গাছে উঠে দেখবেন মই নিয়ে বাকিরা চলে গেছে। আরও সাহসী সিদ্ধান্ত নিয়ে গাছ থেকে লাফ দিয় পা ভাঙ্গার সম্ভাবনা রয়েছে। কিন্তু 'ভয়ের পরে জয়'। তাই লাফ দেওয়ার আগে একটু ভয় পেয়ে নেবেন। শুভ সংখ্যাঃ ২৫,০০০ শুভ রংঃ সবুজ।

 

মিথুন [২১ মে-২০ জুন]: খুব দায়সারা গোছের একটা বিয়ের দাওয়াত পাবেন। মনে রাখবেন ভালো খানা-দানার ব্যবস্থা আছে, সেটা কিন্তু দায়সারা নয়। গিয়ে ভূরীভোজটা সেরে আসুন। শুভ সংখ্যাঃ ৯। শুভ রংঃ কমলা।

 

কর্কট [২১ জুন-২০ জুলাই]: দিন দিন নিজেকে এতটাই নিভৃতচারী করে ফেলেছেন, আপনার অপর ব্যাক্তগত আক্রোশ মেটানোর মতও কেউ নেই। একটু সামাজিকতা করুন। শুভ সংখ্যাঃ ৫৬। শুভ রংঃ নীল।

 

সিংহ [২১ জুলাই-২০ আগস্ট]: আর্থিক সচ্ছলতা বজায় থাকবে। শুভ সংখ্যাঃ ৫। শুভ রংঃ বেগুনি।

 

কন্যা [২২ আগস্ট-২২ সেপ্টেম্বর]: আয়নাতে ঐ মুখ দেখবেন যখন, ত্বকে কিছু ফুসকুঁড়ি পড়বে চোখে। হেলাফেলা না করে দ্রুত ডার্মাটোলজিস্ট এর শরণাপন্ন হোন, স্কিন ক্যানসারের ঝুঁকি রয়েছে। শুভ সংখ্যাঃ ২৫। শুভ রংঃ হলুদ।

 

তুলা [২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর]: আত্মীয়স্বজনের চাপে পড়ে পাত্র/পাত্রী দেখতে যাবেন। কিন্তু আপনার আপাতত বিয়ে করার ইচ্ছে নেই তাই ভরপুর খাওয়া দাওয়া করে এসে বলবেন পাত্র/পাত্রী পছন্দ হয়নি। শুভ সংখ্যাঃ ৩২। শুভ রংঃ নীল।

 

বৃশ্চিক [২৩ অক্টোবর-২১ নভেম্বর]: শ্বাসকষ্টে ভুগবেন আজ। শুভ সংখ্যাঃ ১৪০। শুভ রংঃ সাদা।

 

ধনু [২২ নভেম্বর- ২০ ডিসেম্বর]: ভালবাসার মানুষ আপনার প্রস্তাব প্রত্যাখ্যান করে দেবে। শুভ সংখ্যাঃ ৬। শুভ রংঃ ধূসর।

 

মকর [২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি]: জেলাসি এবং প্রতিহিংসামূলক চিন্তাভাবনা মাথায় প্রচণ্ড ভাবে ঘুরপাক খাবে। দৃঢ় চিত্তে এসব নিয়ন্ত্রণ করুন শুভ সংখ্যাঃ ১০০। শুভ রংঃ সাদা।

 

কুম্ভ [২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি]: ভালবাসা দিবস সামনে রেখে ব্যস্ত শিডিউল পার করছেন তা ১৪ ফেব্রুয়ারি শিডিউল খেয়াল করে মেলাবেন, নাহলে সবগুলো গার্লফ্রেন্ড/বয়ফ্রেন্ড একসাথে হাজির হয়ে সারপ্রাইজ দিতে পারে। শুভ সংখ্যাঃ ৪২০। শুভ রংঃ গোলাপি।

 

মীন [১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ]: সাধারণভাবে যে দিন কেটে যায় সেটা সুন্দর। অসধারণ সব দিনই যে ভাল হবে তা কিন্তু নয়। শুভ সংখ্যাঃ ৫৫। শুভ রংঃ নীল।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.