× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বাংলাদেশ ফ্যাশন লিগ্যাসি ২০২৫-এ এপেক্স নিয়ে এলো নতুন ইদ কালেকশন

০৯ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:১৮ পিএম

ছবিঃ সংগৃহীত।

আলোকি কনভেনশন হলে গত ৮ ফেব্রুয়ারি, ২০১৫, সন্ধ্যায় জমকালো আয়োজনের মাধ্যমে অনুষ্ঠিত হলো বাংলাদেশ ফ্যাশন লিগ্যাসি ২০২৫। ফ্যাশন ঐতিহ্য উদ্ভাবনী ডিজাইন এবং টেকসই উৎপাদনকে উৎসাহিত করতে আয়োজিত এই ফ্যাশন শো-তে এপেক্সা, তাদের ইল ২০২৫-এর নতুন কালেকশনও লঞ্চ করে। সাথেই এপেক্স ইদের জন্য বিশেষভাবে ডিজাইন করা তাদের ম্যাভেরিক ব্র্যান্ডের পোশাকের নতুন লাইন নিয়ে আসে এই অনুষ্ঠানে।

বাংলাদেশ ফ্যাশন লিগ্যাসি দ্বারা আয়োজিত এই ফ্যাশন শো-এর প্রধান পৃষ্টপোষক এপেক্স ফুটওয়্যার লিমিটেড। গত বছর প্রথমবারের মত আয়োজিত বাংলাদেশ ফ্যাশন লিগ্যাসি এবছরও দেশ-বিদেশের ফ্যাশন উদ্যোক্তা, ক্রেতা এবং ফ্যাশনপ্রেমীদের একই মঞ্চে নিয়ে এসেছে। দেশ বরেণ্য নানান ব্র্যান্ড তাদের বিশেষ কালকেশন নিয়ে অংশগ্রহণ করে এই ফ্যাশন শো-তে। পাশাপাশি বেশ কিছু নতুন ডিজাইনার এবং বুটিক ব্র্যান্ডও অংশ নিয়েছে এই ফ্যাশন শোতে।

এপেরা বাংলাদেশ ফ্যাশন লিগ্যাসি ২ কার্পেট মিট এন্ড গ্রীট পর্ব শুরু হয় সন্ধ্যা ৬:০০ মিনিটে। এরপর ৭:০০ থেকে ২০২৫ এর রেড কাে শুরু হয় মূল ফ্যাশন শো যেখানে এপেক্স এর পাশাপাশি অংশগ্রহণ করে বিশ্বরঙও, লুসোবেলা, আমির, এ জি লেবেল ইমাম হাসান, ফিট এলিগেন্স, পিষ্টি প্রমিস বাই নিতি এবং ডিজাইনার শৌমিন আফরিন। নন্দিত মডেল এবং অভিনেত্রীরা এই ফ্যাশন শো-তে শো-স্টপার হিসেবে ভূমিকা রাখে। এপেকা-এর জন্য শো-সস্টপার হিসেবে আসে জনপ্রিয় অভিনেত্রী নাজিফা তুষি।

বাংলাদেশ ফ্যাশন লিগ্যাসি ২০২৫-এর মূল আকর্ষণই ছিল ইল-২০২৫ ও এপেক্স-এর নতুন কালেকশন লঞ্চ। ইদকে সামনে রেখে প্রতি বছরই এপেক্স নতুন নতুন ডিজাইন বাজারে নিয়ে আসে। দেশীয় ক্রেতাদের চাহিদা মাথায় রেখে নতুন ভাবে সাজানো এবছরের কালেকশনের দেখা খা মেলে এই ফ্যাশন শো-তে। এপেরা- এ-এর বিভিন্ন সাব-ব্র্যান্ড যেমন মুচি, ভেনচুরিনি, ম্যাভেরিক এর ভিন্নধর্মী নতুন ডিজাইন ও স্টাইলের জুতা প্রদর্শন করা হয় বাংলাদেশ ফ্যাশন লিগ্যাসি ২০২৫-এ।

এপেক্সের জুতো যে কোনো ঋতুতে এবং যে কোনো অনুষ্ঠানে পরারই উপযোগী তা এই শো-এর মাধ্যমে তুলে ধরা হয়। তাদের নতুন কালেকশনে মেয়েদের জন্য যেমন রয়েছে রোজসিনের কমফোর্টেবল জুতা সাথেই আছে যেকোনো প্রেগ্রামে পড়ার মতো পার্টি জুতা। মেয়েদের জুতা কালেকশনের একটি বড় অংশ জুড়ে আসছে বাহারি ডিজাইনের মিউল স্যান্ডেল।

ছেলেদের জুতার কালেকশনে বরাবরের মতোই রয়েছে বিভিন্ন স্টাইলের চামড়ার জুতা। ছেলেদের জন্য চামড়ার স্যান্ডেলে অভিনব ডিজাইন এনেছে এপেক্সা। সাথে নজরকাড়া ফর্মাল জুতা তো আছেই। এবারের ঈদে এপেক্সক্স-এর ম্যাভেরিকব্র্যান্ড পোশাকের নতুন লাইন নিয়ে এসেছে। এখানে থাকছে ছেলেদের শার্ট, টি-শার্ট, প্যান্ট, জ্যাকেটসহ অন্যান্য কাপড়ের কালেকশন।

ফ্যাশন শো-এর পাশাপাশি উক্ত অনুষ্ঠানে দেশের সেরা মডেলদের সম্মাননাও জানায় বাংলাদেশ ফ্যাশন লিগ্যাসি। সম্পূর্ণ ফ্যাশন শোটি সঞ্চালনা করেন বাংলাদেশ ফ্যাশন লিগ্যাসির সহ-প্রতিষ্ঠাতা আশিকুর রহমান পনি।

এপেক্স এই আয়োজনের প্রধান স্পন্সর। কো-হোস্ট হিসেবে আছে ড ডেইলি স্টার। এছাড়াও অন্যান্য সহযোগীদের মধে এ মধ্যে লিগ্যাসি পার্টনার হিসেবে রয়েছে বাজার, কো-পার্টনার হিসেবে মিতসুবিশি এবং সহযোগী পার্টনার হিসেবে আছে লেসার ট্রিট। জেনিথ স্ট্র্যাটেজিস অনুষ্ঠানের স্ট্র্যাটেজিক পার্টনার হিসেবে থাকছে। মেকআপ পার্টনার হিসেবে রয়েছে অরা বিউটি লাউঞ্জ।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.