দেখে নিন আজকের রাশিফল!
মেষ
[২১ মার্চ-২০ এপ্রিল]: পুরো
মাসের জন্য যে একগাদা ওষুধ কিনবেন সেখান থেকে কয়েকটা থাকবে মেয়াদোত্তীর্ণ। শুভ সংখ্যাঃ ৮৭৪। শুভ রংঃ জারুল ফুলের রং।
বৃষ
[২১ এপ্রিল-২০ মে]: শিউলি
ফুল আর বেলী ফুল দুটোই সাদা। কিন্তু দু'টোরই ভিন্নতা আছে। যদিও খুব সূক্ষ্ম। কিন্তু
মূল উপাদান বা 'এসেন্স' এ পার্থক্য থাকায় চোখ বন্ধ করে গন্ধ শুঁকেই কিন্তু বলে দেওয়া
কোনটা কোন ফুল। এরকম সূক্ষ্ম পার্থক্য নিয়ে কিছু ভেজাল লোক আপনার আশেপাশে সদা সোচ্চার
থাকবে ভেজাল কর্মকান্ড বাস্তবায়নে। তাদের চিহ্নিত করতে নাক ছাড়াও আর যা যা লাগে ব্যবহার
করুন। শুভ সংখ্যাঃ
২৫,০০০। শুভ রংঃ লাল।
মিথুন
[২১ মে-২০ জুন]:
অনাকাঙ্ক্ষিত খাতে বেশ কিছু টাকা
খরচায়, অন্যান্য খরচের হিসাব মেলাতে হিমশিম খাবেন। শুভ সংখ্যাঃ ৫৫৫। শুভ রংঃ নীল
কর্কট
[২১ জুন-২০ জুলাই]: বিয়ের
দাওয়াতে গিয়ে খেতে বসে দেখবেন আপনার কাছে আসার আগেই মাংসের বাটি খালি হয়ে গেছে। রিফিল
চেয়েও শুনবেন শেষ হয়ে গেছে। শুভ
সংখ্যাঃ ২৪০। শুভ রংঃ লাল।
সিংহ
[২১ জুলাই-২০ আগস্ট]: সাধারণ
কিছু অভ্যাস বাদ দিয়ে নিজেকে অসাধারণ বানাচ্ছেন তবে সেটা বেশিরভাগ লোকের জন্য অসাধারণ
বিরক্তির কারণ হয়ে দাঁড়াচ্ছে যেমন এই যে আপনি আলসেমী করে দাঁত মাজেন না। শুভ সংখ্যাঃ ৩৩। শুভ রংঃ হলুদ।
কন্যা
[২২ আগস্ট-২২ সেপ্টেম্বর]: সিঁড়িতে
পড়ে যাবেন। তাঁড়াহুড়ো করতে গিয়ে নয়। হেলতে দুলতে এ বাসা ও বাসা উঁকি দিতে দিতে নামতে
গিয়ে এই অবস্থা হবে। উঁকিঝুঁকি বন্ধ করুন। শুভ
সংখ্যাঃ ২। শুভ রংঃ
সাদা।
তুলা
[২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর]: এক
ইভেন্টে যাবেন দেখে একটা ড্রেস অর্ডার করেছিলেন যেটা আজকেই ডেলিভারি দেবে। কিন্তু ভুল সাইজের টা আসবে
দেখবেন। চেঞ্জ করতে আরও তিনদিন লাগবে। এদিকে আপনি কোনো ব্যাক আপ না রাখায় হঠাৎ বেকায়দায়
পড়বেন। শুভ সংখ্যাঃ
০। শুভ রংঃ সবুজ।
বৃশ্চিক [২৩ অক্টোবর-২১ নভেম্বর]: কাশির সঙ্গে রক্ত আসার সম্ভাবনা রয়েছে। শুভ সংখ্যাঃ ১৪১। শুভ রংঃ লাল।
ধনু
[২২ নভেম্বর- ২০ ডিসেম্বর]: এইসব
চকোলেট ডে, রোজ ডে, টেডি বিয়ার ডে তে একজনের পেছনে পয়সা খরচ করে দেখবেন, হাগ ডে কিস ডে, ভ্যালেন্টাইন্স
ডে এসব দিন সে আরেকজনের জন্য বরাদ্দ রেখেছে। শুভ সংখ্যাঃ
৪২০। শুভ রংঃ নীল।
মকর
[২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি]: খাদ্যনালীতে
সংক্রমণ হওয়ার সম্ভাবনা রয়েছে। শুভ
সংখ্যাঃ ১৫২। শুভ রংঃ গোলাপি।
কুম্ভ
[২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি]:
চুলায় মাংস কষাতে দিয়ে হিসেব কষতে বসে হিসাবেও ভুল করবেন ওদিকে মাংসও খানিকটা পুড়ে
যাবে। শুভ সংখ্যাঃ ৪৪৪। শুভ রংঃ সবুজ।
মীন
[১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ]: য়াজ
আপনার ঘড়ির দিকে তাকালেই দেখবেন বলছে ঘুমানোর সময় হয়েছে। শুভ সংখ্যাঃ ১০০০। শুভ রংঃ সাদা।
বিষয় : রাশিফল
সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর
যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220
ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।
© 2025 Sangbad Sarabela All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh