× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

দ্বিতীয় চলচ্চিত্র নিয়ে আসছেন আফরোজা-ওয়ালিদ

১৯ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:২৩ পিএম

ছবিঃ সংগৃহীত।

প্রথম চলচ্চিত্রের সফলতার পর আবারো একসঙ্গে দ্বিতীয় চলচ্চিত্র শুরুর ঘোষণা দিলেন চলচ্চিত্র পরিচালক ওয়ালিদ আহমেদ ও প্রযোজক ডা. আফরোজা মোমেন।

১৮ ফেব্রুয়ারি মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর একটি কনভেনশন সেন্টারে এ উপলক্ষে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে তারা নতুন চলচ্চিত্রের চুক্তি স্বাক্ষর করেন। ডা. আফরোজা মোমেনের প্রযোজনা প্রতিষ্ঠান আরএনএনএস প্রোডাকশনের ব্যানারে ও সাদামাটা এন্টারটেইনমেন্টের কর্নধার ওয়ালিদ আহমেদের পরিচালনায় চলচ্চিত্রটি নির্মিত হবে বলে এসময় জানানো হয়।

এর আগে ২০২৩ সালে ডা. আফরোজা মোমেনের প্রযোজনা এবং ওয়ালিদ আহমেদের পরিচালনায় “মেঘের কপাট” চলচ্চিত্রটি মুক্তি পায়। চলচ্চিত্রটি ভারত, আমেরিকা সহ বেশ কযেকটি দেশের চলচ্চিত্র উৎসবে অংশগ্রহণ করে ভারতের গ্লোবাল ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম ফেস্টিভ্যাল ২০২৩-এ শ্রেষ্ঠ বিদেশি চলচ্চিত্র, শ্রেষ্ঠ পরিচালক ও রাজকাপুর পুরস্কার জিতে নেয়। এছাড়া ২২তম ঢাকা চলচ্চিত্র উৎসবে বাংলাদেশ প্যানারোমা সেকশনে মনোনীত হয় এবং নিউইয়র্কে সূচিত্রা সেন ফিল্ম ফেস্টিভ্যালে প্রদর্শিত ও পুরস্কৃত হয়।  

নতুন চলচ্চিত্র প্রসঙ্গে গল্পকার ও প্রযোজক ডা. আফরোজা মোমেন বলেন, আমরা আমাদের টিমের প্রথম চলচ্চিত্রে বৈশ্বিক সম্মাননা পেয়েছি এবং দর্শকের ব্যাপক সাড়া ও ভালোবাসা পেয়েছি। তাই এবারও আমার গল্পটি নির্মাণের দায়িত্ব দিলাম পরিচালক ওয়ালিদ আহমেদকেই। ওয়ালিদ আহমেদ তরুণ নির্মাতা হলেও তার কাজ বেশ গোছানো। আমার প্রতিটি গল্পেই সমাজের জন্য একটা ম্যাসেজ থাকে। এবারও আমি জীবন ঘনিষ্ঠ একটি গল্প দর্শকদের উপহার দেবো।  

চলচ্চিত্র পরিচালক ওয়ালিদ আহমেদ বলেন, আফরোজা মোমেন একজন গুণী মানুষ। ডাক্তারীর মতো মহান পেশার বাইরেও তিনি একাধারে গল্পকার, প্রযোজক, সংগীতশিল্পী ও শিক্ষক। তার গল্পে যে জীবনবোধ প্রকাশ পায় তা আমাদের জন্য অনুকরণীয়। তার আরও একটি গল্প নির্মাণের দায়িত্ব আমায় দেবার জন্য আমি আনন্দিত।  

প্রযোজনা সংস্থা সূত্রে জানা গেছে, খুব শীঘ্রই নতুন চলচ্চিত্রটির নাম এবং নায়ক-নায়িকার পরিচয় দর্শকদের সামনে প্রকাশ করা হবে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.