ছবিঃ সংগৃহীত।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম জানিয়েছেন, আজ (২০ ফেব্রুয়ারি) ট্রাইব্যুনালের কার্যতালিকায় পুলিশ অফিসারদের বিরুদ্ধে মামলার শুনানি ছিল। সাবেক পুলিশ প্রধান (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুনসহ ২৩ জন আসামিকে হাজির করার আদেশ ছিল, এবং ট্রাইব্যুনালে ৮ জন গ্রেপ্তার আসামি হাজির হন। এ মামলায় তাজুল ইসলাম বলেন, তিনি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে জিজ্ঞাসাবাদ করতে চান, কারণ তার নেতৃত্বে ২০২২ সালের জুলাই ও আগস্টে সংঘটিত হত্যাকাণ্ডের বিষয়ে জানার প্রয়োজন।
তাজুল ইসলাম আরও বলেন, ওই সময়ে এপিসি, হেলিকপ্টার এবং মারণাস্ত্র ব্যবহৃত হয়েছিল, এবং এসব বিষয়ে চৌধুরী আবদুল্লাহ আল-মামুন একটি জবানবন্দি দিয়েছেন। তবে, আরও বিস্তারিত তথ্য জানতে তার কাছ থেকে আরও তথ্য সংগ্রহ করা প্রয়োজন। তিনি বলেন, হেলিকপ্টার অপারেশনটি কার নির্দেশনায় হয়েছিল, সেখানে কারা উপস্থিত ছিল, কতটি ফ্লাইট পরিচালিত হয়েছিল এবং কী ধরনের অস্ত্র পরিবহন করা হয়েছিল—এই সব প্রশ্নের উত্তর জানতে তিনি এক দিনের সময় চেয়েছিলেন। পরে, ট্রাইব্যুনাল তাকে আগামী ২৩ ফেব্রুয়ারি এক দিনের জন্য জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে।
এছাড়া, একই মামলায় ট্রাইব্যুনাল দুই মাস সময় দিয়েছে এবং ২৮ এপ্রিল পরবর্তী তারিখ নির্ধারণ করেছে। তদন্ত কার্য পরিচালনা করে রিপোর্ট দাখিলেরও নির্দেশ দেওয়া হয়েছে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে ২০২২ সালের জুলাই-আগস্ট মাসে সংঘটিত গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাবেক পুলিশ প্রধান চৌধুরী আবদুল্লাহ আল-মামুনসহ ১০ কর্মকর্তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। আজ তাদের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার এবং কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে দুটি পৃথক প্রিজন ভ্যানে ট্রাইব্যুনালে আনা হয়।
এদের মধ্যে সাবেক পুলিশ প্রধান চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, এনটিএমসির সাবেক মহাপরিচালক মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান, ঢাকা জেলার সাবেক পুলিশ সুপার মো. আব্দুল্লাহ আল কাফি, যাত্রাবাড়ী থানার সাবেক (ওসি) আবুল হাসান, ডিএমপি মিরপুরের সাবেক ডিসি মো. জসিম উদ্দিন মোল্লা, ঢাকার সাবেক অতিরিক্ত সুপার (সাভার সার্কেল) মো. শাহিদুর ইসলাম, ডিবি ঢাকা উত্তরের সাবেক পরিদর্শক মো. আরাফাত হোসেন, ডিএমপি গুলশান থানার সাবেক ওসি মো. মাজহারুল হক।
এছাড়া, র্যাবের দুই সাবেক কর্মকর্তাও আজ ট্রাইব্যুনালে হাজির হন। তারা হলেন সাবেক পুলিশ সুপার (এসপি) মহিউদ্দিন ফারুকী এবং বরিশাল রেঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার আলেপ উদ্দিন।
আগে, গত ২৭ অক্টোবর ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের একটি প্যানেল প্রসিকিউশনের আবেদন মঞ্জুর করে তাদের হাজির হওয়ার আদেশ দিয়েছিলেন।
সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর
যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220
ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।
© 2025 Sangbad Sarabela All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh