× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বনানীতে ফুডপ্যান্ডা'র গ্র্যান্ড ইফতার বাজার শুরু

০৩ মার্চ ২০২৫, ১৮:৩৪ পিএম

ছবিঃ সংগৃহীত।

ঐতিহ্যবাহী ও বিখ্যাত রেস্টুরেন্টের অংশগ্রহণে তৃতীয়বারের মতো রাজধানীর বনানীতে প্ল্যা ইফতার বাজার- পাওয়ার্ড বাই সিটি ব্যাংক অ্যামেরিকান এক্সক্সপ্রেস আয়োজন করেছে দেশের শীর্ষস্থানীয় অনলাইন যুক্ত ও গ্রোসারি ডেলিভারি প্ল্যাটফর্ম ফুডপ্যাখা। আজ সোমবার করনীর সোয়াট ফিল্ডে প্রধান অতিথি হিসেবে এ আয়োজনের উদ্বোধন করেন অন্ত্যবর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব পফিকুল আলম। এ সময় ফুফপ্যান্সা বাংলাদেশের সহপ্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপর পরিচালক আন্ধারীন বেজা এবং জুবায়ের বি এ সিদ্দিকী উপস্থিত ছিলেন।

রমজান মাসজুড়েই কনারির সোয়াট ফিল্ড এ আয়োজন চলবে। এ আযোজন ফুডপ্যান্ডা অ্যাপের মাধ্যমে পুরান ঢাকার ঐতিহ্যবাহী বিভিন্ন রেস্টুরেন্টের ইফতার সামগ্রীর পাশাপাশি দেশের নামকরা ও জনপ্রিয় বিভিন্ন রেস্টুরেন্টের খ্যাবার কেনার সুযোগ মিলার। আয়োজনস্থলে ভাইন-ইনের সুবিধাও রয়ছে। ফুডপ্যান্ডা অ্যাপে দুপুর দুইটা থেকে এ উৎসবে অংশ নেওয়া রেস্টুরেন্ট থেকে অর্ডার করা যাবে।

ফুডপ্যান্ডার এ আয়োজনে ডমিনোজ, টেকআউট, দোসা একাপ্রেস, জয়পুর সুইটস, বার-বি-কিউ টুনাইট, বিউটি লাচ্চি, চিকেন বাজ, ডিসেন্ট পেস্ট্রি শপ, মোস্তাকিম কাবাব, রাতের কাবাব, তাজিন-নাওয়াবি কুইজিন, তাকা, ট্রাই স্টেট ইটারি, ইফতারওয়ালা, অ্যাফেল টাইম ও মিঠাইওয়ালা'র মতো নতুন ও পুরাতন ঢাকার ঐতিহ্যবাহী ও জনপ্রিয় সব রেস্তোরাঁ অংশ নিয়েছে। এ উৎসবে হালিম, নিহারি, ফালুদা, বিরিয়ানি, জিলাপির মতো রোজার ঐতিহ্যবাহী ও মুখরোচক খাবার কিনতে পাওয়া যাবে। এছাড়া এ উৎসব থেকে খাবার বেলার সময় বিশেষ ছাড়ও পাবেন গ্রাহকেরা।

দেশের ডিজিটাল অর্থনীতির বিকাশে ফুডপ্যাজ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে মন্তব্য করে প্রধান অতিথির বক্তব্যে শফিকুল আলম বলেন উদোক্তাদের বিকাশ তরুণদের জন্য কর্মসংস্থান সৃষ্টি এবং বিদেশী বিনিয়োগ আনাৰ পাশাপাশি দেশীয় সংস্কৃতি ও ঐডিম্বের সংরক্ষণেও কাজ করে যাচ্ছে ফুডপ্যাখা। প্রতিষ্ঠানটির গ্লান্ড ইফতার বাজার এমন একটি আয়োজন যেখানে ঐতিহ্যবাহী ও জনপ্রিয় রেস্টুরেণীকে এক জায়গায় আনার মাধ্যমে রমজানের আদদকে আরও বড় পরিসরে উদযাপন করার সুযোগ তৈরি হয়েছে। প্রযুক্তি ও ঐতিহ্যের এই মেলবন্ধন সামাজিক অর্থনৈতিক অগ্রগতিতে ইতিবাচক প্রভাব ফেলতে পারে- এ উৎসবটি তারই প্রমাণ।

ফুডপ্যান্ডর বাংলাদেশের সহপ্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক জুবায়ের বি এ সিদ্দিকী বলেন, 'খাবারই উদযাপনের অনুষঙ্গ আর প্রতিটি উৎসব খাবারের মাধ্যমে আরও স্মরণীয় হয়ে থাকে। গ্র্যান্ড ইফতার বাজার আয়োজনে আমরা পুরান ঢাকা এবং নতুন ঢাকার ঐতিহ্যবাহী খাবার কেরর সুযোগ তৈরির মাধ্যমে বৈচিত্র্যতা আনার চেষ্টা করেছি। গ্রাহকেরা ভেন্যু থেকে পদ্মদের রেস্টুরেন্ট থেকে পছন্দের খাবার পিক-আপ করার পাশাপাশি ঋসে খেতে পারবেন। এছাড়া বাসায় বসে অর্ডার কারার সুযোগও রয়েছে।"

ফুডপ্যান্ডা বাংলাদেশর সহপ্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক আম্বারীন রেজা বলেন, "পারস্পরিক সৌহাদ্য, আত্মশুদ্ধি ও সম্প্রীতি'র মাস রমজান। রমজানের এই মহিমা কে ছড়িয়ে দিতে এক জায়গায় ঢাকবার জনপ্রিয় ও বিখ্যাত রেস্টুরেন্টগুলোকে এনে গ্র্যান্ড ইফতার বাজার আংয়াজন করা হয়েছে। এ উদ্যোপের ফলে গ্রাহকের সাথে যুক্ত হওয়া, ঐতিহ্য উদযাপন করা এবং ব্যবসাপ্রতিষ্ঠানদের সহায়তা করার সুযোগ তৈরি হয়েছে। একইসাথে এ উদ্ভাবনের মাধ্যমে গ্রাহকদের জীবনে স্বাচ্ছন্দ্যও আনা যাচ্ছে।"

ফুডপ্যান্ডার এই ইফতার আয়োজনে পৃষ্ঠপোষক হিসেবে যুক্ত হয়েছে সিটি ব্যাংক অ্যামেরিকান এ‍্যাপ্রেস (অ্যামেক্স)। এছাড়া লাইফবয় হ্যান্ডওয়াশিং পার্টনার, সেভেন আপ রিফ্রেশমেন্ট পার্টনার, পোলার আইসক্রিম পার্টনার হিসেবে যুক্ত রয়েছে।

ফুডপ্যান্ড সম্পর্কে

ফুজপ্যাজ এশিয়া প্যাসিফিকের অন্যতম শীর্ষস্থানীয় ডেলিভারি প্ল্যাটফর্ম। সুবিধামতো ও দ্রুততম সময়ে গ্রাহকদের কাছে খাবার, গ্রোসারি এবং নিত্য প্রয়োজনীয় পণ্যসহ অন্যান্য জিনিস পৌঁছে দিতে নিবেদিতভাবে কাজ করে যাচ্ছে ফুডপ্যাজ। অভিনব প্রযুক্তি ও সুদক্ষ পরিচালনার সমন্বয় এবং রিটেইন পার্টনারদের শক্তিশালী নেটওয়ার্কের মাধ্যামে এ অঞ্চলের কুইক-কমার্সে (কিউ কমার্স) নেতৃত্ব দিচ্ছে ফুডপ্যাঞ্জা। খাবার ডেলিভারি দেয়ার লক্ষাধিক অপশন ছাড়াও অন-ডিমান্ড পণ্য ডেলিভারি সুবিধা প্রমানে রয়েছে প্যান্ডমার্ট ক্লাউড স্টোর। সিঙ্গাপুর, হংকং, থাইল্যান্ড মান্দায়শিয়া, পাকিস্তান, তাইওয়ান, ফিলিপাইন বাংলাদেশ লাওস, কদম্বাডিয়া এবং মায়ানমার এশিয়া প্যাসিফিক ১২ মায়ানমার এশিয়া প্যাসিফিক অঞ্চলের ১১টি বাজারের ভাজশো বছরে যুগ্মপ্যান্ডার কার্যক্রম পরিচালিত হচ্ছে। ফুড ডেলিভারি ইন্ডাস্ট্রিতে বিশ্বব্যাপী নেতৃত্ব প্রদানকারী প্রতিষ্ঠান ডেলিভারি হিরো'র একটি অঙ্গপ্রতিষ্ঠান ফুডপ্যাশন।

বিস্তারিত জানতে ভিজিট করুনঃ www.foodpanda.com

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.