নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) ক্যারিয়ার অ্যান্ড প্লেসমেন্ট সেন্টার (সিপিসি) ‘বাংলাদেশে চাকরির বাজারের বাস্তবতা’ শীর্ষক একটি সেমিনারের আয়োজন করেছে। ডন সামদানি ফ্যাসিলিটেশন অ্যান্ড কনসালটেন্সির সহযোগিতায় আয়োজিত এই সেমিনারটিতে শিক্ষার্থীদের বর্তমান চাকরির বাজার সম্পর্কে বাস্তব ধারণা ও প্রয়োজনীয় দক্ষতা অর্জনে সহায়তা করা হয়।
অনুষ্ঠানের শুরুতে সিপিসির পরিচালক অধ্যাপক ড. তৌফিকুল ইসলাম শিক্ষার্থীদের উষ্ণ অভ্যর্থনা জানান। তিনি ক্যারিয়ার উন্নয়ন ও পেশাগত জীবনের চ্যালেঞ্জ মোকাবিলার জন্য প্রস্তুতির গুরুত্ব তুলে ধরে বলেন, চাকরির বাজার প্রতিনিয়ত পরিবর্তিত হচ্ছে, তাই প্রতিযোগিতামূলক কর্মক্ষেত্রে টিকে থাকতে হলে শিক্ষার্থীদের ধারাবাহিকভাবে জ্ঞান অর্জন ও দক্ষতা বৃদ্ধিতে মনোযোগী হতে হবে। এছাড়া তিনি শিক্ষার্থীদের ক্যারিয়ার গঠনে সহায়তা করার জন্য সিপিসি’র ভূমিকার কথাও উল্লেখ করেন।
প্রধান বক্তা হিসেবে ডন সামদানি ফ্যাসিলিটেশন অ্যান্ড কনসালটেন্সির চিফ ইনস্পিরেশনাল অফিসার, জনাব গোলাম সামদানি ডন বাংলাদেশে চাকরির বাজারের বাস্তবতা তুলে ধরেন। তিনি ভালো ফলাফল বজায় রাখার প্রয়োজনীয়তা তুলে ধরে বলেন, এটি ভালো চাকরির সুযোগ তৈরি করতে সহায়তা করে। পাশাপাশি তিনি পেশাগত জীবনে সাফল্যের জন্য আত্মবিকাশের গুরুত্ব নিয়েও আলোচনা করেন। তাঁর অনুপ্রেরণামূলক বক্তব্য শিক্ষার্থীদের নিজেদের দক্ষতা ও ক্যারিয়ার উন্নয়নে বিনিয়োগ করতে উদ্বুদ্ধ করে।
সেমিনারটি এনএসইউ শিক্ষার্থীদের ক্যারিয়ার গঠনের জন্য গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা ও প্রস্তুতির জন্য কার্যকরী ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।