× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

আড়ংয়ের বিল্ডিং যেন থানোসের কমোড - নেটিজেনদের বিদ্রুপের ঝড়

ডেস্ক রিপোর্ট

০৯ মার্চ ২০২৫, ১৪:১০ পিএম

ছবিঃ সংগৃহীত।

শনিবার (৭ মার্চ) ধানমন্ডিতে আড়ং-এর সবচেয়ে বড় শোরুম উদ্বোধন করা হয়। যা বিশ্বের বৃহত্তম ক্র্যাফট/হস্তশিল্প স্টোর। কিন্তু উদ্বোধনের পর থেকেই এই ভবনের আর্কিটেকচারাল ডিজাইন নিয়ে সামাজিকযোগাযোগ মাধ্যমগুলোতে শুরু হয় হাসি ঠাট্টা- বিদ্রুপ। প্রথম প্রথম এই নতুন শোরুম কে নিয়ে শুধু মাত্র আর্কিটেক্ট বা ডিজাইনার রা বিদ্রুপ শুরু করলেও দু'দিনের মাথায় এটি নিয়ে সোশ্যাল মিডিয়ায় তামাশার বন্যা বয়ে গেছে।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে 'আদমজীর গডফাদার' নামক একটি মিম পেইজে এটিকে মার্ভেল কমিক্সের বিখ্যাত ভিলেন থানোসের কমোডের সঙ্গে তুলনা করে একটি ছবি প্রকাশ করা হয় যেখানে বিশালাকৃতির থানোস কে আড়ংয়ের ঐ নতুন শোরুমে কমোডে বসে আছে এমন ভাবে এডিট করে প্রকাশ করা হয়।

সেই পোস্টে, আসিফ হাসান নামে একজন কমেন্ট করেছেন, পুরো দুনিয়ার সুপারহিরোদের জন্য একটাই কমোড।

শিশির ঘোষ নামের আরেক নেটিজেন কমেন্ট করেছেন, দুনিয়ার সবচেয়ে বড় কমোড এখন ধানমন্ডিতে।

আবার বিপরীতেও লিখেচেহেন কেউ কেউ। রওনক জাহান নিপা নামক একজন লিখেছেন, আমরা সবচেয়ে জঘন্য জাতি যারা নিজেরাই নিজেদের দেশের কোন কিছু কে সম্মান করতে পারি না আর অন্য দেশের মানুষ কিভাবে সম্মান করবে।

তবে এই ছবি শুধু এই এক পেইজেই নয়, গোটা ফেসবুক এখন এই ছবিতে সয়লাব হয়ে গেছে। 

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.