কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ১৪ নং আড়িয়া ইউনিয়নের বড়গাংদিয়ার হাবলু চত্বরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় ইফতার,দোয়া মাহফিল এবং ইফতার সামগ্রী বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বেলা ৪ টার সময় অনুষ্ঠিত ইফতার ও দোয়া মাহফিল এবং ইফতার সামগ্রী বিতরণী অনুষ্ঠানে দৌলতপুর উপজেলা বিএনপির সদস্য আলহাজ্ব আলতাফ হোসেনের সভাপতিত্বে ও দৌলতপুর উপজেলার বিএনপির সদস্য আলহাজ্ব আবিদ হাসান মন্টি সরকারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ইফতার সামগ্রী বিতরণ করেন ঢাকা মহানগর উত্তর যুবদলের আহ্বায়ক শরিাফ উদ্দিন জুয়েল।
এসময় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন দৌলতপুর উপজেলা বিএনপির সদস্য সচিব শহীদ সরকার মঙ্গল, বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব নুরুজ্জামান হাবলু মোল্লা। তারিক আল মামুন (জাপান) দেশ বরেণ্য শিল্পপতি ও সভাপতি, ঢাকা সিটি ক্লাবের।
এছাড়াও আরো বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক, দৌলতপুর উপজেলা বিএনপি এ্যাডভোকেট রমজান আলী, ভেড়ামারা উপজেলা বিএনপির সদস্য সচিব শাহাজাহান আলী, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল, কেন্দ্রীয় সংসদের সহ ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক আখতারুজ্জামান সজল,বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক দেওয়ান পলাশ, সাবেক সমন্বয়ক কুষ্টিয়া জেলা যুবদলআব্দুল মাজেদ,সাবেক সাধারণ সম্পাদক কুষ্টিয়া জেলা যুবদল মোঃ কামাল উদ্দিন,কুষ্টিয়া জেলা কৃষকদল আহ্বায়ক আরিফুর রহমান সুমন , সদস্য সচিব কুষ্টিয়া জেলা কৃষকদল এ্যাডভোকেট নুরুল ইসলাম, সভাপতি, কুষ্টিয়া জেলা স্বেচ্ছাসেবক আব্দুল হাকিম মাসুদ, সাধারণ সম্পাদক, কুষ্টিয়া জেলা স্বেচ্ছাসেবকদল আবু সাঈদ জাকারিয়া উৎপল, আহ্বায়ক, কুষ্টিয়া জেলা ছাত্রদল মোজাক্কির রহমান রাব্বি, সদস্য সচিব কুষ্টিয়া জেলা ছাত্রদল খন্দকার তসলিম উদ্দিন নিশাত।
অনুষ্ঠানে প্রধান অতিথি শরিফ উদ্দিন জুয়েল দৌলতপুর উপজেলা বিএনপিকে শক্তিশালী করতে সকলকে ঐক্য বদ্ধ থাকার আহ্বান করেন ও বর্তমান সরকারকে উদ্দেশ্য করে বলেন দ্রুত সময়ের মধ্য জাতীয় সংসদ নির্বাচন দিয়ে এদেশের মানুষের ভোটাধিকার ফিরিয়ে দিন।