× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ব্র্যাক ব্যাংকে ৪০ জন পুরুষ বিজনেস ফ্রন্টলাইনারকে 'তারা' অ্যাম্বাসেডর প্রশিক্ষণ

১২ মার্চ ২০২৫, ১৭:০০ পিএম

ছবিঃ সংগৃহীত।

৪০ জন পুরুষ রিটেইল অফিসারকে 'তারা' অ্যাম্বাসেডর প্রশিক্ষণ দিয়েছে ব্র্যাক ব্যাংক। জেন্ডার-সংবেদনশীল সেবাদান এবং আরো বিস্তৃত আকারে নারীদের আর্থিক অন্তর্ভুক্তি অর্জনে সহায়তার লক্ষ্যে এই কর্মকর্তাদের প্রশিক্ষণ দেওয়া হয়।

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে আয়োজিত এই প্রশিক্ষণে নারী গ্রাহকদেরপ্রয়োজন অনুযায়ী তাঁদের বিশেষায়িত ব্যাংকিং সেবা দেওয়ার বিষয়টিকে অগ্রাধিকার দিয়ে সেশন পরিচালনা করা হয়।

ক্যাম্পাস টু কর্পোরেটের প্রধান পরামর্শদাতা এবং প্রশিক্ষক হুমাইরা শারমিন এইসেশনটি পরিচালনা করেন। ভিন্ন ভিন্ন নারী গ্রাহকদের ব্যাংকিং প্রয়োজন বোঝা, জেন্ডার-সেনসিটিভ গ্রাহক অভিজ্ঞতা নিশ্চিত করা এবং সহানুভূতিশীল ও সহাযোগিতামূলক আচরণের মাধ্যমে গ্রাহকদের সাথে দীর্ঘমেয়াদিআস্থার সম্পর্ক গড়ে তোলার মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে প্রশিক্ষণে দিকনির্দেশনা দেওয়া হয়। প্রশিক্ষণে অংশগ্রহণকারী ব্যাংকাররা গ্রুপ ডিসকাশন, কেস স্টাডি সল্যুশন এবং ইন্টারেক্টিভআলোচনার মাধ্যমে বিভিন্ন বিষয় সম্পর্কে জানেন।

আয়োজনে টপ-পারফর্মিং কর্মকর্তাদের বিশেষ সম্মাননার পাশাপাশিনারী আর্থিক অন্তর্ভুক্তি নিশ্চিতের জন্যসকল কর্মকর্তাকে 'তারা' অ্যাম্বাসেডর ক্রেস্ট প্রদান করা হয়।

ব্র্যাক ব্যাংকের এমন উদ্যোগ সম্পর্কে ব্যাংকটির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অবরিটেইল ব্যাংকিং মাহীমুল ইসলাম বলেন, "আর্থিক অন্তর্ভুক্তি অবশ্যই উদ্দেশ্যমূলক এবং কার্যকরী হতে হবে। নারী গ্রাহকদেরপ্রয়োজনীয় ব্যাংকিং সেবা দিতে ফ্রন্টলাইন কর্মীদের জন্য প্রশিক্ষণ আয়োজনের মাধ্যমে আমরা গ্রাহকদের জন্য সহযোগিতামূলক ও জেন্ডার-স্মার্টব্যাংকিং অভিজ্ঞতা নিশ্চিত করতে চাই। আমাদের বিশ্বাস, এমন উদ্যোগ টেকসই ব্যবসায়িক প্রবৃদ্ধি এবং সামাজিক উন্নয়নে ভূমিকা রাখবে।"

ব্র্যাক ব্যাংক তারা' হলো নারীদের জন্য বাংলাদেশের প্রথম ০৬০-ডিগ্রি ব্যাংকিংসল্যুশন। 'তারা' সকল বয়স, পেশাও ব্যাকগ্রাউন্ডের নারীদের জন্য প্রয়োজনীয় আর্থিক সেবা নিশ্চিত করে তাঁদের উন্নয়ন ও ক্ষমতায়নে প্রতিশ্রুতিবদ্ধ।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.