সাউথইস্ট ব্যাংক পিএলসি. এর সম্মানিত উদ্যোক্তা পরিচালক ও নির্বাহী কমিটির সদস্য জনাব মোঃ আকিকুর রহমান আজ বৃহস্পতিবার রাজধানীর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। জনাব মোঃ আকিকুর রহমান সাউথইস্ট ব্যাংকের যাত্রা শুরুর পর থেকে উদ্যোক্তা পরিচালক হিসেবে যুক্ত ছিলেন। এছাড়াও তিনি ২০২৩ থেকে ২০২৪ সাল পর্যন্ত ব্যাংকের ভাইস চেয়ারম্যান ছিলেন।
তিনি ১৯৪৫ সালের ১৫ ফেব্রুয়ারি সিলেটের নবারুণ জেলার সুনারপাড়ায় এক সমভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা মরহুম মোঃ আজিজুর রহমান ও মাতা মরহুম নজিবুন্নেছা। তিনি যুক্তরাজ্যের আরএআর ইনভেস্টমেন্ট লিমিটেড এবং যুক্তরাজ্যের ডরকিং মুসলিম কমিউনিটি অ্যাসোসিয়েশনের চেয়ারম্যানও ছিলেন। এছাড়াও তিনি আরএআর হোল্ডিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং বাংলাদেশের ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ ও হাসপাতাল এর ভাইস চেয়ারম্যান ছিলেন।
আমরা মহান আল্লাহর কাছে মরহুমের বিদেহী আত্মাকে বেহেশতে চিরস্তায়ী সুখ দান করার জন্য প্রার্থনা করছি, আমিন।