× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

রূপপুর প্রকল্পে কাজাখস্তানের নাগরিক খুন, ৩ বেলারুশীয় গ্রেপ্তার

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি

২৭ মার্চ ২০২২, ১০:১১ এএম

নিহত ভ্লাদিমির (৫২)

ঈশ্বরদীর রুপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পে  ছুরিকাঘাতে খুন হয়েছেন কর্মরত কাজাখস্তানের এক নাগরিক।

শনিবার (২৬মার্চ) সন্ধ্যার পর ঈশ্বরদীর রুপপুর আবাসিক প্রকল্প গ্রিনসিটি প্রকল্পের ছয় নম্বর ভবনের একটি কক্ষে এ ঘটনা ঘটে।

সে সময় বেরেজনয় অ্যান্ড্রে নামে  আরও একজন কাজাখস্তানের নাগরিক আহত হয়েছেন। তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

ঘটনায় জড়িত সন্দেহে তিন বেলারুশ নাগরিককে জিজ্ঞাসাবাদের জন্য গ্রেপ্তার করেছে পুলিশ।

নিহতের নাম ভ্লাদিমির (৫২)। নিহত কাজাখস্তানের নাগরিক ভ্লাদিমির রুপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে নিকিম নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানে শ্রমিক-পরিচালক কর্মচারী (ফোরম্যান) হিসেবে কর্মরত ছিলেন ।

জানা গেছে, কয়েকজন বেলারুশীয় নাগরিকের সঙ্গে কাজাখস্তানের ওই নাগরিকের মধ্যে সৃষ্ট মারামারির ঘটনায় এই খুনের ঘটনা ঘটেছে।

পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনার পরপরই পুলিশ উপজেলার সাহাপুর নতুনহাট মোড়ে রূপপুর প্রকল্পের গ্রিনসিটির আবাসিক ভবনে যায় এবং রাতে সেখান থেকে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। মারামারির সময় আরও একজন কাজাখস্তানের নাগরিক আহত হয়েছেন। আহতকে চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। পুলিশ এ ঘটনায় তিন বেলারুশ নাগরিককে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার আরও বলেন, ‘নিহত কাজাখস্তান নাগরিকের শরীরে ধারালো অস্ত্র দিয়ে ৪-৫টি আঘাতের চিহ্ন রয়েছে।’ তবে পূর্ণাঙ্গ তদন্ত ছাড়া এই মুহূর্তে বিস্তারিত জানানো যাচ্ছে না।

ঈশ্বরদী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হাদিউল ইসলাম বলেন, ‘ভাষাগত সমস্যার কারণে পুরো বিষয়গুলো বুঝতে আমাদের সমস্যা হচ্ছে।’ পরে বিস্তারিত জানানো হবে।

Sangbad Sarabela

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । 01894-944220 । [email protected], বিজ্ঞাপন: 01894-944204

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.