× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

হামদর্দ পাবলিক কলেজের নতুন গভর্নিং বডির সভাপতির সংবর্ধনা অনুষ্ঠিত

১০ এপ্রিল ২০২৫, ১৬:৪৭ পিএম

ছবিঃ সংগৃহীত।

হামদর্দ বাংলাদেশের প্রাণপুরুষ ও হামদর্দ পাবলিক কলেজের প্রতিষ্ঠাতা ড. হাকীম মোহাম্মদ ইউছুফ হারুন ভূঁইয়া এবং কলেজের ৬ষ্ঠ গভর্নিং বডির সভাপতি অধ্যাপক কামরুন নাহার হারুন আজ সকালে কলেজ পরিদর্শনে আসেন।

সভাপতির দায়িত্ব গ্রহণের পর তার প্রথম কলেজ পরিদর্শন উপলক্ষ্যে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। জমকালো পরিবেশে আয়োজিত এই অভ্যর্থনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কলেজের প্রতিষ্ঠাতা ড. হাকীম মোহাম্মদ ইউছুফ হারুন ভূঁইয়া। এ সময় কলেজের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের জন্য রাজধানীর প্রাণকেন্দ্র বিজয় সরণী সংলগ্ন একটি জায়গা বরাদ্দের দলিল তিনি কলেজের সভাপতির হাতে তুলে দেন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আগামীর বাংলাদেশ, তরুণদের বাংলাদেশ। তাদের হাত ধরেই বাস্তবায়ন হবে নতুন বাংলাদেশের সমৃদ্ধ রূপরেখা। তাই তিনি শিক্ষার্থীদেরকে লেখাপড়ার প্রতি মনোযোগ দেয়ার তাগিদ দেন এবং নেতৃত্বগুণ বিকাশের প্রতি গুরুত্ব আরোপ করেন।

পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে শুরু হওয়া এ অনুষ্ঠানে ছিলো কবিতা আবৃত্তি, রবীন্দ্র, নজরুল ও লোক সঙ্গীত, নৃত্য ও বক্তব্য। অনুষ্ঠানে বক্তব্য রাখেন নব গঠিত গভর্নিং বডির সম্মানিত সভাপতি অধ্যাপক কামরুন নাহার হারুন। তিনি শিক্ষকবৃন্দকে আরো বেশি দায়িত্বশীলতার সাথে কাজ করার আহবান জানিয়ে বলেন এই কলেজের শিক্ষার্থীরা শুধু ভালো ফলাফলই করবে না, তারা ভালো মানুষও হবে। তিনি আশা প্রকাশ করেন আগামীতে এই কলেজ থেকে উত্তীর্ণ শিক্ষার্থীদের  মধ্য থেকে অধিক সংখ্যক শিক্ষার্থী উচ্চ শিক্ষায় দেশের শ্রেষ্ঠ প্রতিষ্ঠানগুলোতে পড়ার সুযোগ পাবে।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত)  মো. নজরুল ইসলাম। কলেজের জমি বরাদ্দ এবং সৃজনশীল, মানবিক গুণসমৃদ্ধ একজন শিক্ষানুরাগীকে কলেজ গভর্নিং বডির সভাপতি হিসেবে দেয়ায়  জন্য তিনি প্রতিষ্ঠাতা মহোদয়ের প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, শিক্ষার্থীরা ভালো ফলাফল করলেই আমাদের পরিশ্রম স্বার্থক হবে। তাদের সঠিক দিক নির্দেশনা দেয়া ও গুণগত শিক্ষার মান নিশ্চায়নে হামদর্দ পাবলিক কলেজ অঙ্গীকারবদ্ধ।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.