× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

জারা জামান টেকনোলজির কর্মীদের এমপ্লয়ি ব্যাংকিং সুবিধা দেবে ব্র্যাক ব্যাংক

১৩ এপ্রিল ২০২৫, ১৮:৩৪ পিএম

ছবিঃ সংগৃহীত।

জারা জামান টেকনোলজি লিমিটেডকে এমপ্লয়ি ব্যাংকিং সুবিধা দিতে প্রতিষ্ঠানটির সাথে চুক্তি করেছে ব্র্যাক ব্যাংক। জারা জামান টেকনোলজি লিমিটেড হলোবাংলাদেশের একটি শীর্ষস্থানীয় সফটওয়্যার ডেভেলপমেন্ট কোম্পানি এবং জিআরজি-ব্র্যান্ডের এটিএম ও অ্যান্ড্রয়েড পিওএস টার্মিনালের বৃহত্তম সরবরাহকারী প্রতিষ্ঠান।

এই চুক্তির আওতায় জারা জামান টেকনোলজির কর্মীরা ব্র্যাক ব্যাংকের ঝামেলাহীন ও স্বাচ্ছন্দ্যময় ব্যাংকিং সুবিধা উপভোগ করবেন, যেখানে রয়েছেস্যালারি অ্যাকাউন্ট, মাল্টি-কারেন্সি ডেবিট কার্ড ক্রেডিট কার্ড লোন সুবিধা, ডিপিএস ও এফডি সেবাসহ ব্র্যাক ব্যাংক এমপ্লয়ি ব্যাংকিং প্রপোজিশনের আকর্ষণীয় ও উপভোগ্য সব সুবিধা।

ঢাকায় ব্র্যাক ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এই চুক্তিতে স্বাক্ষর করেন ব্যাংকটির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব রিটেইল ব্যাংকিং মো. মাহীয়ুল ইসলাম এবং জারা জামান টেকনোলজির চেয়ারম্যান মৃধা মো. আরিফুজ্জামান।

এ সময় জারা জামানের পক্ষে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির হেড অব ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস অনুপ কুমার অধিকারী, হেড অব সার্ভিস ম্যানেজমেন্ট সোহেল আহমেদ এবং টিমের অন্যান্য কর্মকর্তারা।

অন্যদিকে ব্র্যাক ব্যাংকের পক্ষে উপস্থিত ছিলেন ব্যাংকটির হেড অব এমপ্লয়ি ব্যাংকিংশুকেএম শাহাদুল ইসলাম, হেড অব ন্যাশনাল সেলস জসিম উদ্দিন চৌধুরী, হেড অব রিটেইল সেলস ইউনিট-৬এ.কে.এম ফজলুল হক এবং টিমের অন্যান্য সদস্যরা।

এই চুক্তিটি কর্পোরেট প্রতিষ্ঠানকে উদ্ভাবনী ব্যাংকিং সেবা দেওয়ার মাধ্যমেতাদের ব্যাংকিং অভিজ্ঞতা উন্নত করার ব্যাপারে ব্র্যাক ব্যাংকের প্রতিশ্রুতির প্রতিফলন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.