× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

জানা গেল সৌদিতে ঈদুল আজহার সম্ভাব্য তারিখ

ডেস্ক রিপোর্ট

৩০ এপ্রিল ২০২৫, ২১:২৭ পিএম । আপডেটঃ ৩০ এপ্রিল ২০২৫, ২১:২৭ পিএম

ছবিঃ সংগৃহীত।

পবিত্র ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে সৌদি আরব। দেশটির জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী, আগামী জুন (বৃহস্পতিবার) সৌদি আরবে ঈদুল আজহা উদযাপিত হতে পারে। তবে চূড়ান্ত তারিখ নির্ধারণ হবে চাঁদ দেখার ওপর ভিত্তি করে।

আজ (৩০ এপ্রিল) সৌদি সংবাদমাধ্যম আল আরাবিয়া এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে।

সৌদি আরবের জ্যোতির্বিজ্ঞানীদের বরাত দিয়ে প্রতিবেদনে জানানো হয়, ২৭ মে জিলহজ মাসের চাঁদ দেখা যেতে পারে। এক্ষেত্রে ২৮ মে হবে জিলহজ মাসের প্রথম দিন, আর জুন হবে ১০ জিলহজযেদিন মুসলমানরা ঈদুল আজহা উদযাপন করে। এর আগের দিন অর্থাৎ জুন পালিত হবে আরাফার দিন।

এদিকে সংযুক্ত আরব আমিরাতের জ্যোতির্বিজ্ঞান সংস্থার চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ানও একই ধরনের পূর্বাভাস দিয়েছেন। দেশটির মন্ত্রিসভা ইতোমধ্যেই জুন (আরাফার দিন) থেকে , জুন (ঈদের দিনগুলো) পর্যন্ত সরকারি বেসরকারি খাতে ছুটি ঘোষণা করেছে।

ঈদুল আজহা মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। এটি হিজরি বর্ষপঞ্জির ১০ জিলহজ তারিখে পালিত হয়। এই দিনে মুসলিম বিশ্ব হজরত ইব্রাহিম (.)-এর আনুগত্য আত্মত্যাগের শিক্ষা স্মরণ করে আল্লাহর নামে পশু কোরবানি দেয়।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.