পবিত্র
ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে সৌদি আরব। দেশটির জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী, আগামী ৬ জুন (বৃহস্পতিবার)
সৌদি আরবে ঈদুল আজহা উদযাপিত হতে পারে। তবে চূড়ান্ত তারিখ নির্ধারণ হবে চাঁদ দেখার ওপর ভিত্তি করে।
আজ
(৩০ এপ্রিল) সৌদি সংবাদমাধ্যম আল আরাবিয়া এক
প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
সৌদি
আরবের জ্যোতির্বিজ্ঞানীদের বরাত দিয়ে প্রতিবেদনে জানানো হয়, ২৭ মে জিলহজ
মাসের চাঁদ দেখা যেতে পারে। এক্ষেত্রে ২৮ মে হবে
জিলহজ মাসের প্রথম দিন, আর ৬ জুন
হবে ১০ জিলহজ—যেদিন
মুসলমানরা ঈদুল আজহা উদযাপন করে। এর আগের দিন
অর্থাৎ ৫ জুন পালিত
হবে আরাফার দিন।
এদিকে
সংযুক্ত আরব আমিরাতের জ্যোতির্বিজ্ঞান সংস্থার চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ানও একই
ধরনের পূর্বাভাস দিয়েছেন। দেশটির মন্ত্রিসভা ইতোমধ্যেই ৫ জুন (আরাফার
দিন) থেকে ৬, ৭ ও
৮ জুন (ঈদের দিনগুলো) পর্যন্ত সরকারি ও বেসরকারি খাতে
ছুটি ঘোষণা করেছে।
ঈদুল
আজহা মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। এটি হিজরি বর্ষপঞ্জির ১০ জিলহজ তারিখে
পালিত হয়। এই দিনে মুসলিম
বিশ্ব হজরত ইব্রাহিম (আ.)-এর আনুগত্য ও
আত্মত্যাগের শিক্ষা স্মরণ করে আল্লাহর নামে পশু কোরবানি দেয়।