× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

‘মায়ের মায়ায় ম্যাজিকাল মোমেন্ট’ ক্যাম্পেইন

মাকে নিয়ে তারকা মেহজাবীনের সঙ্গে ফাইভ স্টারে ডিনারের সুযোগ বিকাশ-এ

০৫ মে ২০২৫, ১৭:০৭ পিএম

ছবিঃ সংগৃহীত।

মায়ের সঙ্গে ম্যাজিক্যাল মোমেন্টের ছবি আর গল্প বিকাশ-এর সাথে শেয়ার করে, মাকে নিয়ে তারকা অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর সঙ্গে ফাইভ স্টার হোটেলে ডিনার এর সুযোগ পাচ্ছেন ২০ জন সন্তান। এ বছরের মা দিবস উপলক্ষে ‘মায়ের মায়ায় ম্যাজিকাল মোমেন্ট’ ক্যাম্পেইনে মা-সন্তানের চিরন্তন ভালোবাসার বন্ধনের মুহূর্ত উদযাপনে বিকাশ-এর এ আয়োজন।

আগামী ১১ মে পর্যন্ত চলা এ ক্যাম্পেইনে অংশ নিতে বিকাশ পেমেন্টে ন্যূনতম ৫০০ টাকার কেনাকাটা করার পর বিকাশ এর ওয়েবসাইট বা ভেরিফায়েড ফেসবুক পেইজ-এ https://momentswithmaa.com/- ক্লিক করে মায়ের সঙ্গে ছবি এবং গল্প আপলোড এবং সাবমিট করতে হবে।

মায়ের সঙ্গে সন্তানের মুহূর্ত সবসময় বিশেষ। সেই বিশেষ মুহূর্ত থেকে আবার কখনও কখনও কোনো মুহূর্ত হয়ে ওঠে চিরস্মরণীয়, হয়ে ওঠে ম্যাজিক মোমেন্ট। তেমন মুহূর্ত আর গল্পকে উপস্থাপনেই এ উদ্যোগ নিয়েছে বিকাশ। পাশাপাশি ক্যাম্পেইনে অংশ নেওয়া বিজয়ীদের জন্য রয়েছে মাকে নিয়ে আরও একটা ম্যাজিক মোমেন্ট তৈরি করার সুযোগ।  

ওয়েবসাইটে জমা দেওয়া গল্প ও ছবির ভিত্তিতে ২০ জনকে নির্বাচিত করবেন অভিনেত্রী ও তারকা মেহজাবীন চৌধুরী। নির্বাচিতরা তাদের মা-কে সঙ্গে নিয়ে এই তারকার সঙ্গে ফাইভ স্টার হোটেলে ডিনারে অংশগ্রহণ করবেন। এছাড়া শর্ত পূরণ করে এই ক্যাম্পেইনে অংশ নেওয়া প্রত্যেক গ্রাহক ১০০ টাকার ডিসকাউন্ট কুপন পাবেন যা নির্দিষ্ট মার্চেন্ট শপে ন্যূনতম এক হাজার টাকা বিকাশ পেমেন্ট করে উপভোগ করতে পারবেন তারা।  

ক্যাম্পেইন এ অংশ নিতে বিকাশ এর ওয়েবসাইট বা ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে লিংকে ক্লিক করে মায়ের সাথে ছবি এবং গল্প আপলোড করার সময় প্রতিযোগীর নাম এবং বিকাশ নম্বর লিখে ক্যাম্পেইনের শর্তগুলো পড়ে তা মেনে নিয়ে অগ্রসর হতে হবে। এরপর অংশগ্রহণকারীর দেওয়া ইমেইল আইডিতে একটি ওয়ান টাইম কোড পাঠানো হবে। সেই ওটিপি-টি দিয়ে সাবমিট শেষ করতে হবে। এখান থেকেই গল্পসহ ছবি ডাউনলোড বা সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করার সুযোগও পাবেন অংশগ্রহণকারীরা।  

বিকাশ এর ফেসবুক পেইজ এবং https://www.bkash.com/campaign/mothers-day-campaign-2025  লিংক থেকে ক্যাম্পেইনের আরও বিস্তারিত তথ্য পাওয়া যাবে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.