× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ঈদে বিকাশ পেমেন্টে ৬০০০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট ও ক্যাশব্যাক

১৯ মে ২০২৫, ১৮:৪৯ পিএম

ছবিঃ সংগৃহীত।

পবিত্র ঈদুল-উল-আজহা উপলক্ষ্যে কেনাকাটাকে আরো সহজ, সাশ্রয়ী ও আনন্দময় করতে দেশের সবচেয়ে বড় মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান বিকাশ নিয়ে এসেছে অনলাইন ও অফলাইন কেনাকাটায় ৬ হাজার টাকা পর্যন্ত বিভিন্ন রকমের ডিসকাউন্ট ও ক্যাশব্যাক অফার। পোশাক, জুতা, অ্যাকসেসরিস, ইলেকট্রনিক্স, ফার্নিচার, পার্সোনাল কেয়ার-এর সুপরিচিত লাইফস্টাইল ব্র্যান্ড থেকে শুরু করে পছন্দের রেস্টুরেন্ট খাওয়া, সুপারস্টোরে কেনাকাটায় বিকাশ পেমেন্টে বিভিন্ন ‘কোড’ ব্যবহার করে ডিসকাউন্টগুলো পাওয়া যাবে ৭ জুন পর্যন্ত। পাশাপাশি, নির্দিষ্ট কিছু মার্চেন্টে পাওয়া যাচ্ছে ক্যাশব্যাক অফারও।

দেখে নেয়া যাক উল্লেখযোগ্য অফারগুলো –
‘D2’ ও ‘D3’ কুপন কোডে সুপারস্টোরে ডিসকাউন্ট: নির্দিষ্ট সুপারস্টোরে ‘D2’ কুপন কোড যোগ করে প্রতি বার ১,৫০০ টাকা বিকাশ পেমেন্টে দিনে ৫০ টাকা করে ক্যাম্পেইন চলাকালীন ১০ বারে মোট ৫০০ টাকা ডিসকাউন্ট পাওয়ার সুযোগ থাকছে গ্রাহকদের জন্য। ‘D2’ কুপন কোড ব্যবহার করে বিকাশ পেমেন্টে ডিসকাউন্ট পাওয়া যাবে আগোরা, আলমাস সুপার শপ, আপন ফ্যামিলি মার্ট, ডেইলি শপিং, হালিশহর মার্ট, খুলশী মার্ট, ল্যাভেন্ডার, মিনা বাজার, ইউনিমার্ট, হোলসেল ক্লাব, বেঙ্গল মিট, মুস্তাফা মার্ট সহ আরও বেশকিছু সুপারস্টোরে।

এদিকে, দেশব্যাপী ‘স্বপ্ন’ সুপারস্টোরের বিভিন্ন আউটলেটে ‘D3’ কোড যোগ করে প্রতি বার ১,০০০ টাকা বিকাশ পেমেন্টে দিনে ৫০ টাকা করে ক্যাম্পেইন চলাকালীন ১০ বারে মোট ৫০০ টাকা ডিসকাউন্ট পাচ্ছেন গ্রাহকরা।

‘D1’, ‘D5’ ও ‘D9’ কোডে বিভিন্ন লাইফস্টাইল ব্র্যান্ডে ডিসকাউন্ট: এই ঈদে পছন্দের ব্র্যান্ড শপে ‘D1’ কোড যোগ করে বিকাশ পেমেন্টে কেনাকাটায় অফার চলাকালীন প্রতিদিন ১০% হারে সর্বোচ্চ ১০০ টাকা করে ৫ বারে সর্বোচ্চ ৫০০ টাকা ডিসকাউন্ট পাচ্ছেন গ্রাহকরা। ‘D1’ কোড ব্যবহার করে যে মার্চেন্টগুলোয় ডিসকাউন্ট পাওয়া যাবে তার তালিকা দেখে নেয়া যাবে এই লিংকে – https://www.bkash.com/campaign/eid-ul-adha-key-merchant-promocode-offer-2025

পাশাপাশি, দেশব্যাপী নানা ধরনের শপে ‘D5’ কোড যোগ করে বিকাশ পেমেন্টে কেনাকাটায় অফার চলাকালীন প্রতিদিন ১০% হারে সর্বোচ্চ ১০০ টাকা করে ৩ বারে মোট ৩০০ টাকা ডিসকাউন্ট উপভোগ করতে পারছেন গ্রাহকরা। শপগুলোর লিস্ট দেখে নেয়া যাবে এই লিংকে – https://www.bkash.com/campaign/eid-ul-adha-mdt-promocode-offer-2025

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.