ফ্যাশন ট্রেন্ড সবসময়ই বদলে যায়, আর সেই পরিবর্তনের সাথে তাল মিলিয়ে আপডেট থাকা এখন সময়ের দাবি। এই জায়গায় ভারগো সবসময়ই অগ্রগামী। প্রতিটি মৌসুমে তারা নিয়ে আসে ট্রেন্ডি ও প্রিমিয়াম কোয়ালিটির পোশাক। এবারের ঈদ উল আযহা ২০২৫-এও ‘ভারগো’ প্রস্তুত তাদের সেরা কালেকশন নিয়ে। এই ঈদ এবং গ্রীষ্মকে কেন্দ্র করে তৈরি করা হয়েছে স্টাইলিশ ও আরামদায়ক পোশাকসমূহ, যা আপনাকে দিবে এক অনন্য ফ্যাশন অভিজ্ঞতা।
পুরুষদের কালেকশন ‘ভারগো’ এবার এনেছে অসাধারণ ডিজাইনের পাঞ্জাবি ও কটি, যেখানে ব্যবহৃত হয়েছে স্প্যানডেক্স, ব্যাম্বো কটন, জ্যাকার্ড কাপড়। আছে দারুণ সব এমব্রয়ডারি, মিরর ওয়ার্ক এবং কারচুপি কাজের সমন্বয়। শার্ট প্রেফারেন্স থাকলে আপনার জন্য রয়েছে ফর্মাল ও ক্যাজুয়াল শার্টের বিশাল ভ্যারাইটি — স্ট্রাইপ, চেক এবং ফ্লোরাল প্রিন্টের দারুণ সব কালেকশন। গরমের কথা মাথায় রেখে তৈরি হয়েছে আরামদায়ক টি-শার্ট ও পোলো শার্ট। এছাড়া আছে রিল্যাক্স প্যান্ট, টুইল প্যান্ট, পাঞ্জাবির জন্য স্টাইলিশ পায়জামা ও হাই-কোয়ালিটি ডেনিম।
মেয়েদের কালেকশন
এই সিজনে ভারগো এনেছে এক নজরকাড়া রঙ ও কারুকাজের সমাহার। কটন, জর্জেট, অরগান্জা ও সিল্ক কাপড়ে তৈরি সালোয়ার কামিজ ও কুর্তিতে রয়েছে এমব্রয়ডারি, কারচুপি, সিকোয়েন্স ওয়ার্ক, হ্যান্ড ওয়ার্ক এবং আকর্ষণীয় প্রিন্ট। আছে স্টাইলিশ ও আরামদায়ক টিউনিক এবং ওয়েস্টার্ন টপস, যেগুলোর স্লীভ ডিজাইন সবই বর্তমান ফ্যাশনের সাথে সামঞ্জস্যপূর্ণ।
শিশুদের কালেকশন
শিশুদের জন্য রয়েছে সালোয়ার কামিজ, ফ্রক, কুর্তি, টিউনিক এবং টপস। সাথে থাকছে মা-মেয়ের জন্য ম্যাচিং কম্বো সেট-যা ঈদের আনন্দে যোগ করবে ভিন্ন মাত্রা।