× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সেভয়ের নতুন চমক সেভয় ডিস্কোন আইসক্রিম

কফি আর হট চকলেট ফাজের ইনডালজিং স্বাদ

২২ মে ২০২৫, ১৯:১৬ পিএম

ছবিঃ সংগৃহীত।

দেশের জনপ্রিয় আইসক্রিম ব্র্যান্ড সেভয় এবার বাজারে এনেছে তাদের নতুন পণ্য সেভয় ডিস্কান আইসক্রিম। নতুন এই আইসক্রিম শুধু একটি সাধারণ কোন আইসক্রিম নয় বরং স্বাদে, টেক্সচারে আর স্টাইলে-একদম নতুন এক্সপেরিয়েন্স।

সেভয় ডিস্কোন আইসক্রিম -এর সবচেয়ে আলাদা ব্যাপার হচ্ছে এর উপরে থাকা রিচ ডার্ক চকলেট ডিস্ক, ক্রানচি হানিকম্ব, প্রিমিয়াম কফি আইসক্রিম, আর এর ভেতরে থাকা হট চকলেট ফাজ। আর এই পুরোটাই পরিবেশন করা হয়েছে একেবারে মচমচে চকলেট ওয়েফার কোনে। প্রতিটা স্তরে আছে স্বাদের ভিন্নতা আর মজাদার টেক্সচার।

সেভয়ের মুখপাত্র আমাদের জানান, 'তারা এই পণ্যটি বাজারে এনেছে তরুণ প্রজন্মের কথা ভেবে যারা শুধু স্বাদ নয় বরং খুঁজে নতুন কিছু, একটু আলাদা কিছু। সেভয় ডিস্কোন হতে পারে সেই পছন্দের জায়গাটি। সেইসাথে সবার প্রতিদিনকার জীবনে আনবে বাড়তি এক্সাইটমেন্ট।' খুব শিগগিরই এটি দেশের সবখানে পাওয়া যাবে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.