কুমিল্লা জেলা দেবিদ্বারে মরিচাকান্দা জিয়া স্মৃতি আদর্শ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং (এডহক) কমিটির সভাপতি হয়েছেন সমাজ সেবক ও রংধনু মিডিয়া এ্যাড এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ মনির হোসেন সরকার।
যোগ্য প্রার্থী হওয়ায় কুমিল্লার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড তাঁকে আগামী ছয় মাসের জন্য বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি (এডহক) সভাপতি পদে নির্বাচিত করেন। ইতিপূর্বে তিনি ২ মেয়াদে সভাপতির দায়িত্ব সফলতার সাথে পালন করেছেন। এছাড়া সদস্য সচিব হিসেবে পদাধিকার বলে প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক নান্নু মিয়া, শিক্ষক প্রতিনিধি মোঃ মোশারফ হোসেন খাঁন ও অভিভাবক প্রতিনিধি হিসেবে মোঃ কবির হোসেন নির্বাচিত হয়েছেন।
ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হয়ে মনির হোসেন সরকার বলেন, বিদ্যালয়টি দেবিদ্বার উপজেলার একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান। এই বিদ্যালয়ের শিক্ষার মানোনয়নের পাশাপাশি অবকাঠামোগত উন্নয়নে মনোনিবেশ করা আমার মূল লক্ষ্য। আমাকে যারা এই দায়িত্ব দিয়েছেন আমি সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। তিনি আরও জানান, বিগত ১৬ বছর পতিত স্বৈরাশাসকের রোষানালে পরে স্কুলটি শুধু শহীদ জিয়ার নামের কারণে বিদ্যালয়টির উন্নয়ন হয় নাই। বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়নসহ অবকাঠামো উন্নয়নে এলাকাবাসীর ও সরকারের উর্দ্ধতন কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করছি।