× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

র‌্যাংগস ইমার্টের আয়োজনে রেফ্রিজারেটর কার্নিভাল

২৫ মে ২০২৫, ১৬:১৭ পিএম

ছবিঃ সংগৃহীত।

পছন্দের রেফ্রিজারেটর কেনার মাধ্যহয়েছে ওয়ার্লপুল। গত ২৪ মে শুরু হওয়া কার্নিভালটি চলবে ঈদ পর্যন্ত। আজ র‍্যাংগস ইমার্টে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে জানানো হয়। 

সংবাদ সম্মেলনে ওয়ার্লপুল বাংলাদেশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির হেড অব মার্কেটিং খন্দকার সালিম সাদ শানান, হেড অব সেলস মোঃ এনামুল হক এবং কি অ্যাকাউন্ট ম্যানেজার আসিফ এম হোসাইন।
অনুষ্ঠানে র‌্যাংগস ইমার্টের শীর্ষ কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন ডিভিশনাল ডিরেক্টর ইয়ামিন শরীফ চৌধুরী, হেড অব বিজনেস মিঃ রাশেদুল ইসলাম, হেড অব সেলস গোলাম আজম খান এবং সিওও মি. ইরাজ এইচ. সিদ্দিকী সহ অন্যান্য কর্মকর্তাগন। 

ঈদ উপলক্ষে অনেকেই তাদের বাড়ির প্রয়োজনীয় গৃহস্থালী সামগ্রী আপগ্রেড করার পরিকল্পনা করেন, আর এই সময়ে রেফ্রিজারেটর ফেয়ার ক্রেতাদের জন্য দারুণ সুযোগ তৈরি করে দিচ্ছে। এই ফেয়ার থেকে ক্রেতারা আকর্ষণীয় প্রমোশনাল অফারে হিটাচির এনার্জি-সাশ্রয়ী, আধুনিক ডিজাইন ও স্মার্ট ফিচারসমৃদ্ধ রেফ্রিজারেটর কিনতে পারবেন। খাদ্য সংরক্ষণের ক্ষেত্রে সেরা অভিজ্ঞতা ও স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ হিটাচি, আর এই আয়োজন ব্র্যান্ডটির সেই প্রতিশ্রুতিরই প্রতিফলন।

ফেয়ারের সবচেয়ে আকর্ষণীয় দিক হলো, র‌্যাংগস ইমার্টের যে কোনো আউটলেট থেকে নির্দিষ্ট রেফ্রিজারেটর কিনলে ক্রেতারা পাবেন বাই অ্যান্ড উইন ক্যাম্পেইনে-রেফ্রিজারেটর, এসি সহ আরও আকর্ষনীয় গিফট জিতার সুবর্ন সুযোগ। এছাড়াও থাকছে দুর্দান্ত ডিসকাউন্ট, ব্যাংক অফার, ইজ্যি এক্সচেঞ্জ অফারসহ আরও অনেক কিছু।
  
অনুষ্ঠানে ওয়ার্লপুল ইলেকট্রনিক্স বাংলাদেশের হেড অব মার্কেটিং খন্দকার সালিম সাদ শানান বলেন, ওয়ার্লপুল সর্বদা দেশজুড়ে ক্রেতাদের জন্য সর্বোত্তম প্রযুক্তি সরবরাহের প্রতিশ্রুতি পালন করে আসছে। স্বাস্থ্যকর খাদ্য সংরক্ষণ ও দীর্ঘস্থায়ী কার্যকারিতা নিশ্চিত করতে আমাদের রেফ্রিজারেটরগুলিতে সর্বাধুনিক প্রযুক্তির সংযুক্তি করা হয়েছে। এছাড়াও, এর উন্নত এনার্জি-সাশ্রয়ী প্রযুক্তি আপনাকে আরও দক্ষ ও পরিবেশবান্ধব অভিজ্ঞতা প্রদান করবে। ঈদের আনন্দকে আরও সুন্দর করতে, আমরা অত্যাধুনিক রেফ্রিজারেটর প্রযুক্তিকে ক্রেতাদের জন্য সহজলভ্য করে তুলতে চাই। 

র‌্যাংগস ইমার্টের ডিভিশনাল ডিরেক্টর ইয়ামিন শরীফ চৌধুরী বলেন, “র‌্যাংগস ইমার্ট সবসময় আধুনিক প্রযুক্তি ও মানুষের লাইফস্টাইলের উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ ব্র্যান্ডগুলোর সাথে কাজ করে। এ ফেয়ারের মাধ্যমে আমরা ক্রেতাদের জন্য শপিং অভিজ্ঞতাকে আরও উপভোগ্য করে তুলতে চাই। একইসাথে, তারা যেন সেরা অফার ও রিওয়ার্ড উপভোগ করতে পারবেন। আমাদের লক্ষ্য, ইলেক্ট্রনিকস পণ্য কেনার ক্ষেত্রে র‌্যাংগস ইমার্টকে দেশের সবচেয়ে নির্ভরযোগ্য শপিং গন্তব্য হিসেবে প্রতিষ্ঠিত করা।”মে ক্রেতাদের ঈদ আনন্দ দ্বিগুণ করতে সম্প্রতি রাজধানীর গুলশান ২ -এ অবস্থিত র‌্যাংগস ইমার্টে বিশেষ রেফ্রিজারেটর কার্নিভাল আয়োজনে যুক্ত

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.