× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ক্রেডিট কার্ডহোল্ডারদের হেলথ ইনস্যুরেন্স বেনিফিট বাড়ালো ব্র্যাক ব্যাংক

২৭ মে ২০২৫, ১৮:৫৩ পিএম

ছবিঃ সংগৃহীত।

ক্রেডিট কার্ডহোল্ডারদের হেলথ ইনস্যুরেন্স বেনিফিট উল্লেখযোগ্যভাবে বাড়িয়েছে ব্র্যাক ব্যাংক। এই ভ্যালু-অ্যাডেড সার্ভিসের ফলে ব্যাংকটির ক্রেডিট কার্ড গ্রাহকদের কাছে এখন আরও আকর্ষণীয় হয়ে উঠেছে।

প্রথমবারের মতো ব্র্যাক ব্যাংক ক্রেডিট শিল্ড ফ্যাসিলিটিতে ক্রিটিক্যাল ইলনেস এবং ইন-হসপিটাল বেনিফিট যোগ করেছে, যা গ্রাহকদের স্বাস্থ্যসুরক্ষার প্রতি ব্যাংকটির প্রতিশ্রুতির প্রতফলন।

ক্রেডিট শিল্ডের আওতায় থাকা ব্র্যাক ব্যাংকেরসকল ক্রেডিট কার্ডহোল্ডাররা ৫,০০০ টাকা প্রতি রাত এবং ভিসা ইনফিনিট কার্ডহোল্ডাররা ৮,০০০ টাকা প্রতি রাত ইন-হসপিটালাইজেশন কাভারেজহিসেবে পাবেন। এই সুবিধাটি ৩০ রাত পর্যন্ত পাওয়া যাবে, যা বর্তমান ব্যাংকিং খাতে সর্বোচ্চ।

স্বাভাবিক মৃত্যু অথবা স্থায়ী পঙ্গুত্বের ক্ষেত্রে কার্ডহোল্ডারের আউটস্ট্যান্ডিং বিল ওয়েভ করা হবে এবং নমিনিকে আউটস্ট্যান্ডিং ব্যালেন্সের সমপরিমাণ টাকা প্রদান করা হবে (সর্বোচ্চ ২০ লাখ টাকার বেনিফিট)। দুর্ঘটনায় মৃত্যুর ক্ষেত্রে আউটস্ট্যান্ডিং ব্যালেন্স ওয়েভার ছাড়াও নমিনি আউটস্ট্যান্ডিং ব্যালেন্সের তিনগুণ টাকা পাবেন (সম্মিলিতভাবে সর্বোচ্চ ৪০ লক্ষ টাকার বেনিফিট)।জটিল ও গুরুতর অসুস্থক্রেডিট কার্ডহোল্ডাররা আউটস্ট্যান্ডিং ব্যালেন্সের অর্ধেক ওয়েভার পাবেন (সর্বোচ্চ ৫ লক্ষ টাকার বেনিফিট)।

এই বাড়তি কাভারেজ জরুরি অবস্থাতে গ্রাহকদের স্বাস্থ্যসুরক্ষা ও নিশ্চয়তা দেবে। ব্র্যাক ব্যাংকের ক্রেডিট কার্ডের এই বাড়তিইনস্যুরেন্স কাভারেজ ব্যাংকটির গ্রাহক-কেন্দ্রিক সেবার প্রতি প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে।

জরুরি স্বাস্থ্যসেবা এবং আর্থিক ক্ষতি থেকে সুরক্ষা দিতে ক্রেডিট শিল্ড তৈরি করা হয়েছে। এই সেবার পরিধি বাড়ানোর মাধ্যমে ব্র্যাক ব্যাংক রিস্ক কাভারেজ অফারিং আরও শক্তিশালী করে তুলেছে,যা অনাকাঙ্ক্ষিত বিপদে কার্ডহোল্ডারদের আর্থিক সুরক্ষা দেবে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.