× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

কমিউনিটি ব্যাংক ও অপ্পোর মধ্যে ব্যবসায়িক চুক্তি স্বাক্ষর

২৭ মে ২০২৫, ১৯:৩৩ পিএম

ছবিঃ সংগৃহীত।

কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি ও ইলেকট্রনিক্স ব্র্যান্ড অপ্পোর সঙ্গে ক্রেডিট কার্ডের ইএমআই সংবলিত একটি ব্যবসায়িক চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

সোমবার (২৬ মে) কমিউনিটি ব্যাংকের প্রধান কার্যালয়ে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।

কমিউনিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) কিমিয়া সাদাত এবং অপ্পোর সেলস ডিরেক্টর জেড লু-এর মধ্যে এ চুক্তি হয়। চুক্তি অনুযায়ী এখন থেকে, উভয় প্রতিষ্ঠান তাদের গ্রাহকদের বিভিন্ন সুবিধা সংবলিত পণ্য এবং পরিষেবা প্রদান করবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কমিউনিটি ব্যাংকের হেড অব করপোরেট ব্যাংকিং ও হেড অব বিজনেস (ব্রাঞ্চ) ড. মো. আরিফুল ইসলাম, হেড অব কার্ডস জাহির আহমেদ, হেড অব এডিসি ও হেড অব এমডি’স কো-অর্ডিনেশন টিম মো. মামুন উর রহমান, অপ্পোর ব্র্যান্ডশপ ডেভেলপমেন্ট ম্যানেজার শিশির বিশ্বাস, অ্যাসিস্টেন্ট হেড অব ব্র্যান্ডশপ এমরান আহমেদ ভূঁইয়াসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.