× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

প্রয়াত আবদুল্লাহ হিল রাকিব স্মরণে দোয়া মাহফিল ও শোকসভা অনুষ্ঠিত

২৪ জুন ২০২৫, ১৮:৫৭ পিএম

ছবিঃ সংগৃহীত।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের প্রাক্তন ছাত্র ও তৈরি পোশাক রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএ‘র সাবেক সিনিয়র সহসভাপতি মরহুম আবদুল্লাহ হিল রাকিব স্মরণে দোয়া মাহফিল ও শোকসভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২১ জুন ২০২৫) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন (DUAA) ফ্লোরে দোয়া মাহফিল ও শোকসভার আয়োজন করা হয়। এতে মরহুমের অকাল প্রয়াণে তাঁর বিদেহী আত্মার মাগফিরাত ও শান্তি কামনায় বিশেষ মুনাজাত করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগ এবং

মার্কেটিং অ্যালামনাই অ্যাসোসিয়েশন (MAA-DU) যৌথভাবে উক্ত অনুষ্ঠানের আয়োজন করে।

দোয়া মাহফিল ও শোকসভায় উপস্থিত ছিলেন মার্কেটিং অ্যালামনাই অ্যাসোসিয়েশন এর প্রেসিডেন্ট অধ্যাপক ড. আশরাফুল ইসলাম চৌধুরী, বিভাগের চেয়ারম্যান অধ্যাপক সিরাজুল হক, সহ-সভাপতি ও সাদা দলের আহবায়ক অধ্যাপক ড. মো. মোরশেদ হাসান খানসহ মার্কেটিং বিভাগের প্রাক্তন শিক্ষার্থী, শিক্ষক-শিক্ষিকাবৃন্দ, বর্তমান ছাত্র-ছাত্রীবৃন্দ, বিশ্ববিদ্যালয় প্রশাসন, বন্ধু-পরিজন ও অসংখ্য শুভানুধ্যায়ী। 

মার্কেটিং বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক খন্দকার মো. রাফিক হাসানের সঞ্চালনায় শোকসভায় বক্তারা মরহুমের বর্ণাঢ্য কর্মময় জীবন, সামাজিক কর্মকাণ্ড, বিভাগের প্রতি তার গুরুত্বপূর্ণ অবদান, দেশের শিল্পোন্নয়ন এবং ব্যবসা প্রসারে বহির্বিশ্বের সংগে গুরুত্বপূর্ণ সম্পর্ক উন্নয়ন এবং নানাবিধ কর্মকাণ্ড নিয়ে আলোকপাত করেন। তারা বলেন, আব্দুল্লাহ হিল রাকিবের শূন্যতা সহজে পূরণ হবার নয়। দেশ একজন ভিশনারি এবং চৌকস নেতাকে হারালো। সকলে তার রুহের মাগফিরাত কামনা করেন।

উল্লেখ্য যে, মরহুম আব্দুল্লাহ হিল রাকিব ছিলেন ঢাবির মার্কেটিং বিভাগের এম.কম. ২০ তম ব্যাচ, ১৯৯১–৯২ সেশনের প্রাক্তন ছাত্র এবং মার্কেটিং অ্যালামনাই অ্যাসোসিয়েশন, ঢাবি (MAA-DU)-এর নির্বাহী কমিটির সহ-সভাপতি, টিম গ্রুপের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক এবং বিজিএমইএ-এর সাবেক সিনিয়র সহ-সভাপতি, বিশিষ্ট সমাজ সেবক। তিনি গত ৯ জুন কানাডার অন্টারিও এলাকায় লেকে নৌকা ডুবে মারা যান।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.