জাপানের বিশ্বখ্যাত ব্র্যান্ড সনি’র নয়েজ ক্যান্সেলেশন টেকনোলজির হেডফোন ১০০০এক্সএম৬ প্রি-অর্ডার নিচ্ছে সনি-স্মার্ট। ৮০ হাজার ৯০০ টাকা মূল্যের হেডফোনটি সনি-স্মার্ট বিশেষ মূল্য নির্ধারণ করেছে মাত্র ৫৯ হাজার ৯০০ টাকা। তবে প্রি-অর্ডার করলে পাওয়া যাবে আরও ৫ হাজার টাকা কমে মাত্র ৫৪ হাজার ৯০০ টাকায়। এছাড়াও প্রি-অর্ডার উপলক্ষ্যে স্মার্ট ডিজিটাল ওয়াচ, স্মার্ট ইয়ার বাড, ১০ হাজার এমএএইচ পাওয়ার ব্যাংক, এক্সেসরিজ পাউচ-এর মত ৫টি নিশ্চিত উপহারের সঙ্গে আরও সারপ্রাইজ গিফট জেতার সুযোগ তো থাকছেই।
বৃহস্পতিবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে জহির-স্মার্ট টাওয়ারে অবস্থিত সনি-স্মার্টের কর্পোরেট অফিসে হেডফোনটির প্রি-অর্ডার কার্যক্রম শুরুর উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে এসব বিষয় জানানো হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে স্মার্ট টেকনোলজিস্ (বিডি) লিমিটেডের চেয়ারম্যান জনাব মোহাম্মদ মাজহারুল ইসলাম হেডফোনটির প্রি-অর্ডার কার্যক্রমের উদ্বোধন করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সনি ইন্টারন্যাশনাল বাংলাদেশ শাখার প্রধান জনাব রিকি লুকাস, স্টার টেক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জনাব মোহাম্মদ জাহেদ আলী ভূঁইয়া, জনপ্রিয় কন্ঠশিল্পী সালমা আক্তার, কিশোর দাস এবং সাজিয়া সুলতানা পুতুল। এসময় সনি-স্মার্ট জেনারেল ম্যানেজার ও হেড অব সেলস জনাব সারোয়ার জাহান চৌধুরী, ডেপুটি জেনারেল ম্যানেজার ও হেড অব মার্কেটিং জনাব আজাদ রহমান, বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিবৃন্দ এবং সনি-স্মার্টের বিভিন্ন স্তরের কর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে জানানো হয়, সনি-স্মার্টে মাত্র ৪ হাজার ৯০০ টাকায় প্রি-অর্ডার করা যাচ্ছে সনি’র নয়েজ ক্যান্সেলেশন টেকনোলজির হেডফোন ১০০০এক্সএম৬। এজন্য গ্রাহকদের https://www.sonysmart.com.bd/wh-1000xm6-prebooking লিংকে প্রবেশ করে প্রি-অর্ডার নিবন্ধন সম্পন্ন করতে হবে। চলতি মাসেই গ্রাহকদের হাতে হেডফোনটি পৌঁছে দেয়া হবে বলেও জানিয়েছে সনি-স্মার্ট।
সনির এই হেডফোনটি অত্যাধুনিক নয়েজ ক্যানসেলেশন প্রযুক্তি নিয়ে এসেছে, যা নতুন কিউএন৩ প্রসেসর ও ১২টি মাইক্রোফোন ব্যবহার করে আশেপাশের শব্দ নিখুঁতভাবে ব্লক করে দেয়। এতে রয়েছে ৩০ মিমি কার্বন ফাইবার ড্রাইভার, এলডিএসি ও ডিএসইই এক্সট্রিম প্রযুক্তি, যা উচ্চমানের অডিও উপভোগে সাহায্য করে। এছাড়াও কলের সময় ৬টি মাইক্রোফোন ও বিটারফর্মিং প্রযুক্তির মাধ্যমে ভয়েস একদম পরিষ্কার শোনা যায়, এমনকি বাতাসে থাকলেও। আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স বা এআই প্রযুক্তি থাকায় হেডফোনটি স্বয়ংক্রিয়ভাবে আপনার অবস্থান বুঝে সেটিংস অ্যাডজাস্ট করে নিবে এবং ৩৬০ রিয়েলিটি অডিও ও হেড ট্র্যাকিং-এর মাধ্যমে আরও জীবন্ত অডিও অভিজ্ঞতা দিবে।
ইন্ডাস্ট্রি লিডিং নয়েজ ক্যান্সেলিং প্রযুক্তির এই হেডফোনটি একসাথে দুইটি ডিভাইসের সাথে কানেক্ট হতে পারে। এছাড়াও এই ওভার হেড হেডফোনটি এলই অডিও এবং অরাকাস্ট সাপোর্টেড ডিভাইস। হেডফোনটি মাত্র ৩ মিনিট চার্জ দিলেই ৩ ঘণ্টা পর্যন্ত ব্যবহার করা যায় আর একবার ফুলচার্জে চলে প্রায় ৩০ ঘণ্টা। উন্নত মানের ভেগান লেদার হেডব্যান্ড এবং ভাঁজ করা ডিজাইনের কারণে এটি আরামদায়ক ও সহজে বহনযোগ্য। হেডফোনটি --- ব্ল্যাক, প্ল্যাটিনাম সিলভার ও মিডনাইট ব্লু –-- এই তিনটি রঙে পাওয়া যাচ্ছে।
উল্লেখ্য, বাংলাদেশে আইসিটি পণ্য বাজারজাতকারী শীর্ষ প্রতিষ্ঠান স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড। বিশ্বের প্রায় ১০০টিরও অধিক ব্র্যান্ডের আইসিটি পণ্য বাজারজাত করছে প্রতিষ্ঠানটি। ২০২১ সালের ২৬ নভেম্বর জাপানের বহুজাতিক প্রযুক্তি পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান সনি’র ইলেকট্রনিক্স পণ্য এবং সংশ্লিষ্ট অন্যান্য পরিষেবা বাংলাদেশে বাজারজাত করতে প্রাতিষ্ঠানিক পরিবেশক হিসেবে চুক্তিবদ্ধ হয় স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড। বাংলাদেশে সনি’র জেনুইন পণ্য বাজারজাত করে “সনি-স্মার্ট” গ্রাহকদের আস্থার ব্র্যান্ডে পরিণত হয়েছে। বর্তমানে দেশজুড়ে ২৯টি নিজস্ব শোরুম, ২১০টিরও বেশি পার্টনার শোরুম ও আড়াই হাজারের বেশি আইটি পার্টনারদের মাধ্যমে জেনুইন সনি পণ্য সরবরাহ করছে সনি-স্মার্ট।