ই-গভর্ন্যান্স ও উদ্ভাবনী কর্মপরিকল্পনা ২০২৩-২০২৪ বাস্তবায়নে রাষ্ট্রায়ত্ত বানিজ্যিক ব্যাংক ক্যাটাগরিতে রূপালী ব্যাংক পিএলসি ও সোনালী ব্যাংক পিএলসি যৌথভাবে প্রথম স্থান অর্জন করেছে।
বৃহস্প্রতিবার (৩ জুলাই) তারিখে অর্থ মন্ত্রণালয়ের মাল্টিপারপাস হলে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ কর্তৃক আয়োজিত ইনোভেশন শোকেসিং অনুষ্ঠানে এই পুরস্কার প্রদান করা হয়।
রূপালী ব্যাংক পিএলসির পক্ষ থেকে ব্যবস্থাপনা পরিচালক কাজী মো. ওয়াহিদুল ইসলাম পুরস্কার গ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। বিশেষ অতিথি হিসেবে ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. আনিসুজ্জামান চৌধুরী।
অনুষ্ঠানে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক সভাপতিত্ব করেন।
এছাড়া চীফ ইনোভেশন অফিসার, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও এর আওতাধীন দপ্তরসমূহের প্রধানগণসহ ইনোভেশন সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
রূপালী ব্যাংকের পুরস্কার প্রাপ্তি ই-গভর্ন্যান্স ও উদ্ভাবনী কর্মপরিকল্পনার সাফল্যের স্বীকৃতি হিসেবে গুরুত্ব বহন করছে।