× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সারা দেশে ডিজিটাল লেনদেন বিস্তারের লক্ষ্যে ভিসার ‘ক্যাশলেস সাভার’ কর্মসূচির উদ্বোধন

০৭ জুলাই ২০২৫, ১৮:০৬ পিএম

ছবিঃ সংগৃহীত।

ডিজিটাল পেমেন্ট সেবায় বিশ্বব্যাপী অগ্রগামী প্রতিষ্ঠান ভিসা, এসএসএল কমার্সের সহযোগিতায় ‘ক্যাশলেস সাভার’ নামে একটি পাইলট প্রকল্পের উদ্বোধন করেছে। সাভার নিউ মার্কেটে অনুষ্ঠিত এই প্রকল্পের লক্ষ্য হচ্ছে রাজধানী ঢাকার বাইরে সাভার অঞ্চলে ভিসা কার্ডের গ্রহণযোগ্যতা সম্প্রসারণ এবং ডিজিটাল লেনদেনকে আরও গতিশীল করা।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্টের পরিচালক মো. শরাফত উল্লাহ খান। এ সময় ভিসা বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সাব্বির আহমেদ, এসএসএল কমার্সের পরিচালক রায়ান এস. ইসলাম এবং সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উদ্বোধনের পর বাংলাদেশ ব্যাংকের পরিচালক ও তার দল মার্কেটের কয়েকটি খুচরা দোকান পরিদর্শন করেন। সেখানে তারা ভিসা কার্ড ব্যবহার করে লেনদেন করেন এবং ব্যবসায়ী ও ভোক্তাদের মধ্যে ডিজিটাল লেনদেনের ব্যবহার বাড়ানোর কৌশল নিয়ে ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে মতবিনিময় করেন।

 ‘ক্যাশলেস সাভার’ কর্মসূচির মাধ্যমে দেশে কার্ডে লেনদেনের সুবিধা আরও বিস্তৃত হলো। ভবিষ্যতে এই উদ্যোগ ধাপে ধাপে দেশের আরও অনেক এলাকায় চালু করার পরিকল্পনা রয়েছে।

 এই উদ্যোগ বাংলাদেশ ব্যাংকের ‘ক্যাশলেস বাংলাদেশ’ ভিশনের সঙ্গে সরাসরি সামঞ্জস্যপূর্ণ। ডিজিটাল, নিরাপদ ও সুবিধাজনক লেনদেন ব্যবস্থার প্রসারে বাংলাদেশ ব্যাংকের অঙ্গীকারকে এই কর্মসূচি আরও শক্তিশালী করে তুলবে। অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের পরিচালক মো. শরাফত উল্লাহ খান বিভিন্ন এলাকায় এই কার্যক্রম বিস্তারের আহ্বান জানান এবং অংশগ্রহণকারী ব্যবসায়ীদের সঙ্গে নিয়মিত সম্পৃক্ত থাকার গুরুত্ব তুলে ধরেন।

 ভিসার কান্ট্রি ম্যানেজার (বাংলাদেশ, নেপাল ও ভুটান) সাব্বির আহমেদ বলেন, “আমাদের লক্ষ্য হলো সবার জন্য সর্বত্র লেনদেনের সর্বোত্তম পদ্ধতি প্রদান করা। আমরা বিশ্বাস করি ডিজিটাল পেমেন্টের সুবিধা গ্রহণ করে জনসাধারণ উপকৃত হতে পারে। ‘ক্যাশলেস সাভার’ এর মাধ্যমে আমরা মেট্রোপলিটন এলাকার বাইরের মানুষ ও ব্যবসায়ীদের ডিজিটাল লেনদেনের সুবিধা দিতে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছি। এতে করে স্থানীয় ব্যবসায়ী ও জনগণ নগদবিহীন লেনদেনের সুবিধা নিতে পারবেন। ফলে স্থানীয় অর্থনৈতিক কাঠামো আরও শক্তিশালী হবে বলে আমি মনে করি।”  

 বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্টের পরিচালক মো. শরাফত উল্লাহ খান বলেন, “ঢাকার বাইরের প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে ডিজিটাল লেনদেন সেবা সম্প্রসারণ ও উৎসাহিতকরণের লক্ষ্যে ভিসা কর্তৃক আয়োজিত 'ক্যাশলেস সাভার' একটি সময়োপযোগী এবং প্রশংসনীয় উদ্যোগ। এ ধরনের কর্মসূচি দেশের অন্যান্য জেলা ও উপজেলা পর্যায়ে সফলভাবে সম্প্রসারণের মাধ্যমে 'ক্যাশলেস বাংলাদেশ' গঠনের পথ সুগম হবে। নগদ নির্ভরতা হ্রাস করে একটি অন্তর্ভুক্তিমূলক, নিরাপদ ও কার্যকর লেনদেন ব্যবস্থা গড়ে তুলতে বাংলাদেশ ব্যাংক সবসময় নীতিগত সহায়তা প্রদান করে আসছে। সম্মিলিত প্রয়াসের মাধ্যমে আমরা একটি আধুনিক, প্রযুক্তিনির্ভর অর্থনৈতিক কাঠামো প্রতিষ্ঠা করতে সক্ষম

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.