× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সাউথইস্ট ব্যাংক ট্রেনিং ইন্সটিটিউট এর উদ্যোগে “নারী উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচি” শীর্ষক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন

১০ জুলাই ২০২৫, ১৯:২৯ পিএম

ছবিঃ সংগৃহীত।

সাউথইস্ট ব্যাংক ট্রেনিং ইন্সটিটিউট এর উদ্যোগে সম্প্রতি “নারী উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচি”  শীর্ষক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়। নারী উদ্যোক্তাদের ব্যবসায় আরো ব্যাপকভাবে সম্পৃক্ত করার লক্ষ্যে ব্যাংকের দায়িত্বপ্রাপ্ত কর্মকতাদের কার্যক্রম শক্তিশালীকরণের লক্ষ্যে কর্মশালাটির আয়োজন করা হয়। কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন ট্রেনিং ইন্সটিউটের ডিরেক্টর সায়মা বানু।

ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর জনাব মোহাম্মদ রাশেদুল আমিন তাঁর উদ্বোধনী বক্তব্যে নারী উদ্যোক্তা বিকাশের লক্ষ্যে ব্যাংকের উইমেন ইন্ট্রাপ্রেনিউর হেল্প ডেস্কের কার্যক্রম আরো শক্তিশালী করার বিষয়ে গুরুত্বারোপ করেন।

প্রশিক্ষণে এসএমই এন্ড এগ্রি ক্রেডিট ডিভিশনের প্রধান ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জনাব সৈয়দ আবু নাসের সহ সিআরএম ডিভিশনের অভিজ্ঞ রিসোর্স পার্সনগণ নারী উদ্যোক্তাদের অর্থায়ন-সম্পর্কিত দিক এবং বাজারের প্রসার, ঋণগ্রহীতাদের আর্থিক বোঝা, লোন এসেসমেন্টর এর উপর  আলোচনা করেন। এ সংক্রান্ত কার্যক্রম অধিকতর সুচারুভাবে অনুশীলনের লক্ষ্যে প্রশিক্ষণে দলীয় আলোচনা ও প্রেজেন্টেশন এর আয়োজন করা হয়।

ব্যাংকের বিভিন্ন শাখা/উপশাখা এর উইমেন ইন্ট্রাপ্রেনিউর হেল্প ডেস্ক সংশ্লিষ্ট মোট ৪৫ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.