মার্কেন্টাইল ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউটে শুরু হয়েছে ব্যাংকের ১৪তম ব্যাচের ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসারদের (এমটিও) জন্য মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ।
সম্প্রতি ‘Foundation Training Course for Management Trainee Officers (MTOs)’ শীর্ষক এ কোর্সের উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মতিউল হাসান।
এই প্রশিক্ষণে মোট ২৪ জন নতুন এমটিও অংশগ্রহণ করছেন। উদ্বোধনী অনুষ্ঠানে মতিউল হাসান বলেন, “ব্যাংকের নীতিমালা ও গাইডলাইনের আলোকে কর্মকর্তাদের উচিত সততা, নৈতিকতা এবং আন্তরিকতার সাথে গ্রাহকসেবা নিশ্চিত করা।”
তিনি আরো বলেন, “এই প্রশিক্ষণ ব্যাংকের ভবিষ্যৎ নেতৃত্ব গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
অনুষ্ঠানে ব্যাংকের সিনিয়র ম্যানেজমেন্ট টিমের নির্বাহীরা উপস্থিত ছিলেন। সঞ্চালনায় ছিলেন ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউটের প্রিন্সিপাল জাভেদ তারিক।
মার্কেন্টাইল ব্যাংক নিয়মিতভাবে প্রশিক্ষণের মাধ্যমে নতুন কর্মকর্তাদের পেশাগত দক্ষতা ও ব্যাংকিং জ্ঞান উন্নয়নের ওপর গুরুত্ব দিয়ে থাকে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।