× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন-এ ব্র্যাক ব্যাংকের ক্যারিয়ারটক

২৩ জুলাই ২০২৫, ২০:২২ পিএম

ছবিঃ সংগৃহীত।

সম্প্রতি এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন-এ নিজেদের সিগনেচার ক্যারিয়ার দিকনির্দেশনামূলক প্রোগ্রাম 'ক্যারিয়ারটক' আয়োজন করেছে ব্র্যাক ব্যাংকা শিক্ষার্থীদের জন্য ইন্ডাস্ট্রি প্রফেশনালদের কাছ থেকে বিভিন্ন বিষয়ে পরামর্শ পাওয়ার অন্যতম মাধ্যম হিসেবে বিবেচিত এই প্রোগ্রামটি।

শিক্ষার্থী এবং ফ্যাকাল্টি মেম্বারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে১৩ জুলাই ২০২৫ ইউনিভার্সিটি ক্যাম্পাসে এই ইভেন্টটি অনুষ্ঠিত হয়।

ক্যারিয়ারটকে ব্র্যাক ব্যাংক থেকে উপস্থিত ছিলেন ব্যাংকটির হেড অব হিউম্যান রিসোর্সেস আখতারউদ্দিন মাহমুদসহ হিউম্যান রিসোর্সেস ডিভিশন ও ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কের অন্যান্য কর্মকর্তারা।

আয়োজনে এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন থেকে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সিনিয়র ফ্যাকাল্টি মেম্বারগণ। তাঁদের মধ্যে ছিলেন লিটারেচার অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের অধ্যাপক এবং সেন্টার ফর লিডারশিপ অ্যান্ড প্রফেশনাল ডেভেলপমেন্টের পরিচালক ড. সঙ্গীতা রায়মাঝি, আর্টস অ্যান্ড হিউম্যানিটিজ অনুষদের ডিন এবংহিস্ট্রি অব সাইন্সের অধ্যাপক ড. জন ম্যাথিউ, আন্তর্জাতিক সম্পর্ক ও রাষ্ট্রবিজ্ঞানবিভাগের সহযোগী অধ্যাপক ড. রিচার্ড শেরম্যান, অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মইনুল ইসলাম এবং গণিত বিভাগের অধ্যাপক ও অ্যাপ্লায়েড ম্যাথমেটিকস অ্যান্ড ডেটা সায়েন্স প্রোগ্রামের পরিচালক ড. মো. কামরুজ্জামান।

সেশনে আলোচকরা ব্যাংকিংয়ের বর্তমান হালচাল, ডিজিটাল উদ্ভাবন এবংজব মার্কেটের জন্য শিক্ষার্থীদের প্রস্তুতির লক্ষ্যে প্রয়োজনীয় দক্ষতা অর্জনের বিষয়ে কথা বলেন।

সেশনে আখতারউদ্দিন মাহমুদ বলেন, "আজকের শিক্ষার্থীরাই আগামী দিনেরভবিষ্যৎ। ক্যারিয়ারটক সেশন আয়োজনের মাধ্যমে ব্র্যাক ব্যাংক শিক্ষার্থীদের মাঝে ইন্ডাস্ট্রি সম্পর্কে ধারণা তৈরি করতে চায়, যাক্রোঁরা নিজেদের লক্ষ্য নির্ধারণের মাধ্যমে আত্মবিশ্বাসের সাথে এগিয়ে যেতে পারে।'

এই আয়োজন শিক্ষা ও শিল্পখাতের মাঝে সেতুবন্ধন গড়ে তোলার ব্যাপারে ব্র্যাক ব্যাংকেরপ্রতিশ্রুতির প্রতিফলন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.