× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ইসলামী ব্যাংকের নির্বাহী ও শাখাপ্রধানদের ভার্চুয়াল মতবিনিময় সভা অনুষ্ঠিত

২৭ জুলাই ২০২৫, ১৭:৩৯ পিএম

ছবিঃ সংগৃহীত।

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি–এর চেয়ারম্যান প্রফেসর ড. এম জুবায়দুর রহমানের নেতৃত্বে প্রধান কার্যালয়ের নির্বাহী, জোন ও শাখাপ্রধানদের মাঝে ২৪ জুলাই ভার্চুয়াল প্ল্যাটফর্মে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৬ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত করেছে।

সভায় ম্যানেজিং ডাইরেক্টর (চলতি দায়িত্ব) মোঃ ওমর ফারুক খান স্বাগত বক্তব্য প্রদান করেন। এতে ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মোঃ আলতাফ হুসাইন, ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মোঃ মাহবুব আলম, মাহমুদুর রহমান, মোঃ রফিকুল ইসলাম, কে.এম. মুনিরুল আলম আল-মামুন, ড. এম কামাল উদ্দীন জসীম, মোঃ মাকসুদুর রহমানসহ প্রধান কার্যালয়ের বিভিন্ন বিভাগীয় প্রধান ও ঊর্ধ্বতন নির্বাহীবৃন্দ, ১৬টি জোনের প্রধান, ৪০০ শাখার ব্যবস্থাপক এবং ২৭১ উপশাখার ইনচার্জ অংশগ্রহণ করেন।

প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. এম জুবায়দুর রহমান বলেন, ব্যাংকের সুনাম পুনরুদ্ধারে ঐক্যবদ্ধভাবে কাজ করা প্রয়োজন। তিনি আমানত সংগ্রহ, নতুন সম্পদ বৃদ্ধি ও ওভারডিউ বিনিয়োগ রিকোভারি নিয়ে লক্ষ্যমাত্রা নির্ধারণ করে তা বাস্তবায়নের তাগিদ দেন। তিনি বলেন, অল্প সময়ে বেশি কাজ করতে হবে এবং ব্যাংকের চলমান জরুরি বিষয়গুলো দ্রুত সমাধানের জন্য সবাইকে কঠোর পরিশ্রমের আহ্বান জানান।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.