× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

আনসার ও ভিডিপির নগর প্রতিরক্ষা দলের প্রশিক্ষণ পরিদর্শনে মহাপরিচালক

৩১ জুলাই ২০২৫, ১৮:২৫ পিএম

ছবিঃ সংগৃহীত।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) নগর প্রতিরক্ষা দল (টিডিপি) মৌলিক প্রশিক্ষণ (ডিএমএ-১ম ধাপ) পরিদর্শন করেছেন বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।

বুধবার রাজধানীর যাত্রাবাড়ী সিটি কর্পোরেশন আদর্শ উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত ১০ দিনব্যাপী এ প্রশিক্ষণের এক বিশেষ সেশনে তিনি অংশ নেন।

এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন বাহিনীর উপমহাপরিচালক মোহাম্মদ নুরুল আবছার (ডেপুটি কমান্ড্যান্ট, আভি একাডেমি), পরিচালক মো. আসাদুজ্জামান গনী (অধিনায়ক, টাঙ্গাইল আনসার ব্যাটালিয়ন ও পরিচালক, ডিএমএ- অতিরিক্ত দায়িত্বে), দক্ষিণ জোনের অধিনায়কসহ সংশ্লিষ্ট প্রশিক্ষকরা।

ডেমরা থানা আনসার ভিডিপি কার্যালয়ের ব্যবস্থাপনায় পরিচালিত এ প্রশিক্ষণে মহাপরিচালক প্রশিক্ষণার্থীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

তিনি বলেন, “রাষ্ট্রের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে আনসার ও ভিডিপির প্রতিটি সদস্যকে নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে।” একইসঙ্গে তিনি তরুণ প্রজন্মকে মাদকমুক্ত সমাজ গঠনে ভূমিকা রাখার আহ্বান জানান।

মহাপরিচালক 'সঞ্জীবনী প্রকল্প' সম্পর্কে অবহিত করে বলেন, “এটি শুধু একটি প্রকল্প নয়, এটি একটি মানবিক দায়িত্ব—যার মাধ্যমে সদস্যদের জীবনে ইতিবাচক পরিবর্তন আসবে।” তিনি আনসার-ভিডিপিকে একটি জনকল্যাণমুখী প্রতিষ্ঠান হিসেবে উল্লেখ করে বলেন, “দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে শহর পর্যন্ত এ বাহিনী উন্নয়ন ও স্থিতিশীলতায় সক্রিয় ভূমিকা রেখে চলেছে।”

প্রশিক্ষণে অংশ নেওয়া সদস্যরা মহাপরিচালকের বক্তব্যে অনুপ্রাণিত হয়ে রাষ্ট্র ও সমাজের কল্যাণে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.